Zodiac Signs: পরনিন্দা-পরচর্চা দূর, কারও সমালোচনাও করেন না এই রাশির জাতকরা
Astrological Predictions: জীবনে এঁদের মতো মানুষ থাকলে, নিশ্চিন্তে থাকতে পারেন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
পরনিন্দা-পরচর্চা করার সুযোগ হাতছাড়া করেন কে? কিন্তু সকলে সমান হন না।
2/10
পরনিন্দা-পরচর্চা তো দূর, কিছু রাশির জাতক অন্যের সমালোচনা থেকেই দূরে থাকেন।
3/10
মীন রাশির জাতকরা যে যেমন, তাঁকে তেমন ভাবেই গ্রহণ করেন। যে কোনও সম্পর্ককেই যত্ন করেন এঁরা। পিছনে কথা বলা পোষায় না একেবারেই।
4/10
শুধু তাই নয়, সমালোচনা করে কাউকে আঘাতও করতে চান না মীন রাশির জাতকরা। এমনকি কেউ যদি সীমা অতিক্রমও করেন, এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এঁরা।
5/10
তুলারাশির জাতকরা অত্যন্ত বিশ্বস্ত হন। কোনও রকম ভাবেই বিবাদ, বিরোধে জড়াতে চান না।
6/10
তাই অন্যের সমালোচনা করা থেকেও বিরত থাকেন তুলা রাশির জাতকরা। আগ বাড়িয়ে কাউকে পরামর্শ দিতে অনাগ্রহী এঁরা।
7/10
বৃষ রাশির জাতকরা বন্ধুদের মধ্যে জনপ্রিয়। কাছের মানুষের মধ্যে খুঁত বার করা পছন্দ নয় এঁদের।
8/10
ভালবাসা, স্নেহ দিয়ে সব জয় করায় বিশ্বাসী বৃষ রাশির জাতকরা। গঠনমূলক আলোচনায় বিশ্বাসী এঁরা।
9/10
কর্কট রাশির জাতকরা নিজের মানুষদের নিয়ে বেশ রক্ষণশীল। সমালোচনার পরিবর্তে এঁরা বুঝিয়ে বলার পক্ষপাতী।
10/10
সমালোচনা সব সময় যে মেনে নেওয়া যায় না, তা বিলক্ষণ বোঝেন কর্কট রাশির জাতকরা। তাই সম্পর্কে ইতিবাচক দিকগুলির উপরই জোর দেন এঁরা। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Published at : 27 Jul 2024 10:24 PM (IST)