Zodiac Signs: ভালবাসায় ভেসে গেলেও, অর্থনৈতিক স্বাধীনতার সঙ্গে আপসে নারাজ এই রাশির জাতকরা
অর্থকে অনর্থের জন্য দায়ী করা হলেও, অর্থ ছাড়া জীবন নির্বাহ সম্ভব নয়। অর্থনৈতিক ভাবে স্বাধীন হলে, হাজারো সমস্যা এমনিতেই গায়েব হয়ে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকারও সঙ্গে মানসিক সম্পর্ক গড়ে উঠলে, অথবা বিবাহবন্ধনে আবদ্ধ হলে, কিছুটা হলেও দৃষ্টিভঙ্গি পাল্টে যায় আমাদের। শুধু নিজেকে নিয়ে আর ভাবি না আমরা। বরং দু’জনের ভবিষ্যতের প্রশ্ন জড়ে থাকে।
তাই যৌথ ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, কোথায় কত বিনিয়োগ করা উচিত, সব সিদ্ধান্ত একসঙ্গেই নিয়ে থাকি। এ ব্যাপারে বিশেষ ভাবে সচেতন কিছু রাশির জাতক। কারও একার ঘাড়ে যাতে দায়-দায়িত্ব না চাপে, বরং কোথাও একটা সীমারেখা থাকা উচিত, যাতে দু’জনেই নিরাপদ বোধ করেন বলে মনে করেন এঁরা।
কর্কট রাশির জাতকরা অত্যন্ত পরিশ্রমী হন। কষ্ট করে উপার্জনের টাকা নিরাপদে রাখার পক্ষপাতী এঁরা। তাই নিজের আলাদা বাজেট রাখেন।
অর্থনৈতিক স্বাধীনতা বজায় রাখার পক্ষপাতী কর্কট রাশির জাতকরা। ঘন গন মেজাজও পাল্টায় কর্কট রাশির জাতকদের। বিপদের সময় সঙ্গীর পাশা থাকতে পিছপা হন না। কিন্তু দিনের শেষে নিজের অর্থনৈতিক নিরাপত্তা ভাবায় এঁদের।
মাথা খাটিয়ে নয়, বরং অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও মনের কথা শোনেন মকর রাশির জাতকরা। এমনিতে একটু কিপটে স্বভাবের হন। কিন্তু মনের মানুষের জন্য সর্বস্ব লুটিয়ে দিতে পারেন।
তবে টাকা পয়সা জমানোর ঝোঁক থাকে মকর রাশির জাতকদের। কোথায়, কত টাকা খরচ হচ্ছে, তা লিখে রাখেন এঁরা। আবেগের বশে কখনও হয়ত একটু বেশি খরচ করে ফেললেন, কিন্তু পরমুহূর্তেই সতর্ক হয়ে যান এঁরা।
তুলা রাশির জাতকরা কষ্টের রোজগারকে সঙ্গীর সঙ্গে ভাগ করে নিতে আপত্তি করেন না। সুখী জীবনের চাবিকাঠি যে অর্থ, তাও বিলক্ষণ জানেন।
তাই অর্থ উপার্জনের পথে বাধা দেবেন না, এমন সঙ্গীই চান তুলা রাশির জাতকরা। সঙ্গীকে বাড়তি খরচ করতে দেখলে এঁরা সতর্ক হয়ে যান। নিজে আলাদা করে টাকা জমাান এঁরা।
মেষ রাশির জাতকদের উচ্চাকাঙ্খা থাকে। কাজের জায়গায় নিজের উন্নতি নিয়ে ভাবিত হন এঁরা। কোথাও বিনিয়োগ করার আগে ঝুঁকি নিয়ে আগে ভাবেন। এমনকি সঙ্গীর পিছনে টাকা খরচ করার আগও দু’বার ভাবেন এঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -