Zodiac Signs: মুখ ফুটে বলতে পারেন না যদিও, তবে বন্ধুরা প্ল্যান বাতিল করলে খুশিই হন এঁরা
Astrological Predictions: মুখে বলতে পারেন না, তবে মনে মনে খুশি হন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
বন্ধুদের সঙ্গে বেরনোর প্ল্যান তো করে ফেলি। কিন্তু হাজার কাজের মধ্যে আলাদা করে সেজেগুজে মন চায় না আমাদের।
2/10
কেউ মুখ ফুটে সেকথা বলতে পারেন, কেউ পারেন না। কিন্তু শেষ মুহূর্তে বন্ধুরা প্ল্যান বাতিল করলে খুশিই হন এই রাশির জাতকরা।
3/10
কন্যা- কন্যা রাশির জাতকরা পরিপাটি থাকতে পছন্দ করেন। বন্ধুদের সঙ্গে হুল্লোড় করা থেকে পিছিয়ে আসেন না কখনও। কিন্তু এর ফলে সপ্তাহে একটা দিনও নিজের জন্য পান না।
4/10
ফলে হঠাৎ করে বন্ধুরা প্ল্যান বাতিল করলে মুখে যাই বলুন না কেন, মনে মনে খুশি হন কন্যা রাশির জাতকরা। হঠাৎ প্ল্যান বাতিল হলে নিজের মতো করে সময় কাটান কন্যা রাশির জাতকরা। সারাদিন আলস্যে কাটে।
5/10
কর্কট- কর্কট রাশির জাতকরা একটু ঘরকুনো হন। পরিবার এবং কাছের জনের সঙ্গে বাড়িতেই থাকা পছন্দ এঁদের। খুব একটা বাইরে মিশতেও পছন্দ করেন না।
6/10
ফলে ভিড়ভাট্টা থেকে দূরেই থাকতে পছন্দ করেন কর্কট রাশির জাতকরা। তাই সামনে থেকে যদি কেউ প্ল্যান বাতিল করেন, কর্কট রাশির জাতকরা হাঁফ ছেড়ে বাঁচেন।
7/10
বৃশ্চিক- নিজের ব্যক্তিগত জায়গাটিকে ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন বৃশ্চিক রাশির জাতকরা। লোকজনের সঙ্গে দেখা করা, হুল্লোড় করা, পোষায় না এঁদের।
8/10
কাউকে কথা দিলে নিজে থেকে কিছু বলতে কুণ্ঠা বোধ করেন। তাই অন্য জন যদি প্ল্যান বাতিল করেন, এঁরা শান্তি পান। মুক্তি পান উৎকণ্ঠা থেকে।
9/10
মীন- মীন রাশির জাতকরা বেরোতে পছন্দই করেন এমনিতে। ছুটির দিনে কী করবেন, আগে থেকেই ঠিক থাকে। হঠাৎ করে কেউ প্ল্যান বাতিল করলে রেগেও যান তৎক্ষণাৎ।
10/10
কিন্তু যত সময় যায়, প্ল্যান বাতিল হওয়ায় স্বস্তি বোধ করেন মীন রাশির জাতকরা। ওই সময়ে নিজের পছন্দের কাজ করেন এঁরা। ঘুমাতে পেরে শান্তি পান। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Published at : 30 Jun 2024 11:15 PM (IST)