Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Zodiac Signs: অতীত ভুলে নতুন সম্পর্কে প্রাক্তন, মেনে নিতে পারেন না, মরমে মরে যান এই রাশির জাতকরা
প্রেম, ভালবাসা, বিয়ে নিয়ে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। কেউ একেবারে মনপ্রাণ ঢেলে দেন। কেউ আবার হন বাস্তববাদী। মানুষ বিশেষে অনুভূতি হয় পৃথক। সম্পর্কের ভাঙাগড়াও এক-একজন, এক-একরকম ভাবে দেখেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ ক্ষেত্রে বিশেষ কিছু রাশির জাতকদের কথা উল্লেখযোগ্য। সম্পর্ক হয়ত অনেক আগেই ভেঙে গিয়েছে। তা-ও প্রাক্তনের বিয়ের খবর সহ্য করতে পারেন না এঁরা। বিবেকের দংশনেও ভোগেন।
মেষ রাশির জাতকরা এমনিতে বাস্তববাদী হন। অনুশোচনা, দুঃখে কাতর হলেও, কাউকে বলেন না মুখ ফুটে। নিজেকে প্রশ্ন করতে থাকেন সারা ক্ষণ।
একবার সম্পর্ক ভাঙলে পরের বার কাউকে মন দেওয়ার সাহস পান না মেষ রাশির জাতকরা। প্রাক্তন অতীত ভুলে এগিয়ে যাচ্ছেন শুনলে মানসিক ভাবে ভেঙেও পড়েন। অতীত নিয়েও নিজেকে প্রশ্ন করতে শুরু করেন।
কুম্ভ রাশির জাতকদের মনে কোনও পাপ থাকে না। আবেগেরও বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেন এঁরা। সম্পর্ক ভাঙলে নিজেকে সামলাতে পারেন না।
তাই প্রাক্তনের খোঁজ খবর নিতে থাকেন কুম্ভ রাশির জাতকরা। অন্য সম্পর্কে জড়ালেও, অতীত নিয়ে ভাবনচিন্তা ভর করে মাথায়। প্রাক্তন অন্য কারও হাত ধরলে, মরমে মরে যান এঁরা।
মকর রাশির জাতকরা এমনিতে প্রেম, ভালবাসা, সম্পর্ক নিয়ে অত্যন্ত সাবধানী। তাই কারও হাত ধরার আগে বিস্তর চিন্তাভাবনা করেন। মন ভাঙলেও তা নিয়ে কান্নাকাটি জুড়ে দেন না।
কিন্তু প্রাক্তন যদি অন্য কারও হাত ধরেন, ভিতরে ভিতরে গুমরে মরেন মকর রাশির জাতকরা। সোশ্যাল মিডিয়ায় কার্যত বিদ্রোহ ঘোষণা করে দেন। প্রাক্তনকে দেখিয়ে অন্য কারও সঙ্গে ছবি পর্যন্ত পোস্ট করেন বা সেই খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
কন্যা রাশির জাতকরা সম্পর্কের প্রতি নিবেদিত থাকেন। সম্পর্কে স্থিতিশীলতা, নিরাপত্তা চান এঁরা। সম্পর্ক ভাঙলে তাই অপরাধবোধে ভুগতে শুরু করেন।
কন্যা রাশির জাতকরা সব ভুলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও, বার বার ফিরে যান অতীতে। কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারেন না নিজের মনকে। প্রাক্তন নতুন জীবনের দিকে এগিয়ে গেলে, আফশোস হয় এঁদের। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -