Zodiac Signs: দূরদর্শিতাই এগিয়ে রাখে, সাফল্য তাই ছেড়ে যায় না এই রাশির জাতকদের

Astrology: জীবনকে গুছিয়ে রাখতে পারি না আমরা অনেকেই। কিছু মানুষ এই গোত্রে পড়েন না। দূরদর্শিতাই এগিয়ে রাখে এঁদের।

ছবি: পিক্সাবে।

1/10
সময়ের উপর নিয়ন্ত্রণ নেই কারও। তবে জীবনকে গুছিয়ে নেওয়ার দায়িত্ব আমাদেরই। সবসময় যে তাতে উতরে যেতে পারি তা নয়, তবে চেষ্টা চালিয়ে যেতে হয়। আর তাতে ওঠাপড়া লেগেই থাকে। ঠেকে শিখে একটা বয়সে অনেকটাই সড়গড় হয়ে যাই আমরা।
2/10
তবে এ ব্যাপারে কিছু মানুষ এগিয়ে থাকেন। অত্যন্ত দূরদর্শী হন এঁরা। জীবনটাকে তাই নিজের ইচ্ছে মতোই সাজিয়ে নিতে পারেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন এঁরা। এর নেপথ্যে রাশিচক্রের সংযোগ রয়েছে বলে মনে করেন জ্যোতিষীরা।
3/10
পরিচিত মহলে আপনা থেকেই নেতা বা নেত্রীর তকমা পেয়ে যান সিংহ রাশির জাতকরা। এঁরা অত্যন্ত স্বাধীনচেতা হন। নিজের উপর পূর্ণ আস্থা রয়েছে এঁদের। তাই লক্ষ্যপূরণে যতদূর যাওয়া যায়, যেতে পারেন।
4/10
পরিচিত বা অপরিচিত, ব্যক্তিগত পরিসরে অথবা অফিসে, মানুষের সঙ্গে সংযোগ গড়ে ওঠে সিংহ রাশির জাতকদের। এঁরা অত্যন্ত পরিপাটি থাকতে পছন্দ যত সমস্যাই আসুক জীবনে, নিজের লক্ষ্য থেকে সরেন না।
5/10
কন্যারাশির জাতকরা একটু সন্ধিৎসু প্রকৃতির হন। সব কাজ সঠিক পদ্ধতিতে করতে চান এঁরা। নীতিবোধ অত্যন্ত টনটনে। কখনও অন্যায়ের সঙ্গে আপস করেন না।
6/10
কন্যা রাশির জাতকরা অন্যদের নিয়ে বিশেষ ভাবিত নন। কোনও পদক্ষেপ করার আগে আগুপিছু ভাবেন। ন্যায়-অন্যায়ের ফারাক এঁদের কাছে স্পষ্ট। তাই ভুল পদক্ষেপ করা থেকে বিরত থাকেন।
7/10
মেষ রাশির জাতকরা নেতৃত্ব দিতে সক্ষম। অন্যদের অনুপ্রাণিত করতে পারেন এঁরা। একটু অস্থির বোধ করেন মাঝেমধ্যে। তবে বিপদ এলেও ভেহে পড়েন না। বরং পরিস্থিতির মোকাবিলা করতে জানেন।
8/10
সঙ্কটের সময় মোটেই ভয়ে সিঁটিয়ে যান না মেষ রাশির জাতকরা। কারণ এঁদের লক্ষ্যই থাকে জীবনে বড় হওয়ার। নিজের লক্ষ্যে অবিচল থাকেন এঁরা। আঘাত পেলেও ভেঙে পড়েন না সহজে।
9/10
ধনু রাশির জাতকরা অত্যন্ত সাহসী হন। এঁদের মনের জোর খুব বেশি। ছোট থেকেই নিজে নিজের পরিপূরক। যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। তাই প্রতিকূল পরিস্থিতিতেও সমস্যায় পড়তে হয় না।
10/10
উচ্চাকাঙ্খী হন ধনু রাশির জাতকরা। তর্ক-বিতর্ক এঁদের সঙ্গে পেরে ওঠা দুষ্কর। সুযোগের সদ্ব্যবহার করতে জানেন এঁরা। কাজের মানুষ চিনতে ভুল করেন না। তাই সময়ও এঁদের অনুকুলে থাকে।
Sponsored Links by Taboola