Zodiac Signs: পকেটের রেস্ত কম সঙ্গীর, পরোয়া করেন না এই রাশির জাতকরা
দুই মনের মাঝে অর্থ অনেক সময়ই অনর্থ হয়ে দাঁড়ায়। তার জেরে সম্পর্ক পরিণতিও পায় না অনেক সময়। তাই ভবিষ্যৎ পরিকল্পনার আগে আগুপিছু ভেবে তবেই এগোন কিছু মানুষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবার অর্থ নয়, অনুভূতিকে প্রাধান্য দেন কিছু মানুষ। শুধুমাত্র ভালবাসা দিয়েই পার্থিব বাধা-বিপত্তি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন তাঁরা। তাই সঙ্গীর রোজগার নিজের থেকে কম হলেও, গুরুত্ব দেন না এঁরা।।
সিংহ রাশির জাতকদের কাছে সম্পর্কই সবচেয়ে গুরুত্ব পায়। আর্থিক স্বাচ্ছন্দ্য এবং মনের সংযোগের মধ্যে বেছে নেওয়ার সুযোগ দিলে দ্বিতীয়টিকেই বেছে নেন তাঁরা।
তাই বলে বাস্তবকে অগ্রাহ্য করেন না সিংহ রাশির জাতকরা। বরং সঙ্গীর সঙ্গে এ নিয়ে খোলাখুলি কথা বলেন তাঁরা। ভবিষ্যতে দায়-দায়িত্ব কী ভাবে ভাগাভাগি করে নেওয়া যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় কোথায় সীমাবদ্ধতা রয়েছে খোলামেলা আলোচনা করেন।
জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে পকেটের রেস্ত দেখেন না বৃশ্চিক রাশির জাতকরা। ব্যক্তিত্ব, মানসিকতাই সবচেয়ে গুরুত্ব পায় এঁদের কাছে। অর্থর প্রসঙ্গ দ্বিতীয় পর্যায়ে আসে।
কেউ বেশি রোজগার করছেন, আর কেউ কম, তা নিয়ে যাতে ভবিষ্যতে কোনও সমস্যা তৈরি না হয়, আগেই তা নিয়ে বোঝাপড়া তৈরির পক্ষপাতী বৃশ্চিক রাশির জাতকরা। নিজের অর্থনৈতিক স্বাধীনতাও বিসর্জন দেওয়ার পক্ষপাতী নন এঁরা।
সম্পর্কে কোনও না কোনও সময় আত্মত্যাগের প্রশ্ন আসবে, সে কথা বিলক্ষণ জানেন মীন রাশির জাতকরা। এঁরা কিন্তু সম্পর্ককেই বেশি প্রাধান্য দেন। কম রোজগারের জন্য সঙ্গীর প্রতি কোনও বিরূপ মনোভাব থাকে না এঁদের।
সম্পর্ক অর্থসর্বস্ব হয়ে যাওয়ায় ঘোর আপত্তি রয়েছে মীন রাশির জাতকদের। তাই গাঁটছড়া বাঁধার আগেই এ ব্যাপারে স্পষ্টতা চান এঁরা। এঁদের বেশি রোজগার করা নিয়ে সঙ্গী যদি হীনম্মন্যতায় ভোগেন, তার জন্য নিজের কেরিয়ারও বিসর্জন দিতে তৈরি থাকেন মীন রাশির জাতকরা।
আর্থিক স্বাচ্ছন্দ্য সম্পর্কের ক্ষেত্রে জরুরি বলেই মনে করেন ধনু রাশির জাতকরা। তাই সোজাসাপটা সে নিয়ে কথা বলার পক্ষপাতী এঁরা। কিন্তু নিজের স্বাচ্ছন্দ্যের থেকেও সঙ্গীর মনকে বেশি গুরুত্ব দেন।
কাউকে ভালবাসলে, মন, প্রাণ এবং সর্বস্ব দিয়েই তাঁকে ভালবাসেন ধনু রাশির জাতকরা। কোথাও সঙ্গী পেরে না উঠলে, পিছন থেকে ঠেল দিয়ে দেন নিজেই। নিজের কথা পরে ভাবেন এঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -