Zodiac Signs: সকলে মুখ ফিরিয়ে নিলেও, পরোয়া করেন না এঁরা, কখনও আপস করেন না মূল্যবোধের সঙ্গে
ভার্চুয়াল দুনিয়ায় আনাগোনা যত বেড়েছে, বাস্তব জীবন ততই কঠিন হয়ে পড়েছে। দেখনদারির যুগে স্রোতে গা ভাসিয়ে দিতে হয় প্রায়শই। নীতি পুলিশের চোখ রাঙানিতে নিজস্ব ভাবনা-চিন্তা প্রকাশেও কুণ্ঠা দেখা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম কিছু রাশির জাতক। চারপাশের সবকিছু, সব মানু, পাল্টে গেলেও, নিজের মূল্যবোধের সঙ্গে আপস করেন না এঁরা। যত চাপই আসুক না কেন, সোজা রাখেন নিজের মেরুদণ্ড।
মেষ রাশির জাতকরা নির্ভীক প্রকৃতির হন। ঝুঁকি নিতে ভয় পান না। নিজস্ব ভাবনাচিন্তা রয়েছে এঁদের। কে কী বলল, কানে তোলার পক্ষপাতী নন।
এর জন্য প্রায়শই সমালোচনা, ক্ষোভের মুখে পড়তে হয় মেষ রাশির জাতকদের, কিন্তু এতে দুর্বল হওয়ার পরিবর্তে নিজের মনকে আরও শক্ত করেন এঁরা। নিজস্বতা ছেড়ে স্রোতে গা ভাসানোর দিকে এগোনই না এঁরা।
মিথুন রাশির জাতকদের ব্যক্তিত্ব হয় আকর্ষণীয়। সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন এঁরা। একই সঙ্গে জীবনে কোন বিষয়কে গুরুত্ব দেবেন, আর কার গুরুত্ব প্রাপ্য নয়, তা-ও ঠিকঠাক বোঝেন এঁরা।
তাই পারিপার্শ্বিক চাপ, আবেগ, কোনও কিছুই টলাতে পারে না মিথুন রাশির জাতকদের, এঁরা মুক্ত চিন্তার মানুষ হন। অন্যকে প্রভাবিত করতে যেমন আগ্রহ নেই, তেমনই কারও কথায় নিজের বিশ্বাস থেকে একচুল সরতেও নারাজ এঁরা।
নিজেকে খুব ভাল করে চেনেন ধনু রাশির জাতকরা। বাইরের লোকজনকে বিশেষ গুরুত্ব দেওয়ার পক্ষপাতী নন এঁরা। নিজের মর্জিতে বাঁচায় বিশ্বাসী হন।
মুক্তমনা স্বভাব, কৌতূহল ধনু রাশির জাতকদের সহায়কও হয়। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিতি গড়ে ওঠে। শান্তিপূ্রণ সহাবস্থানে
কুম্ভ রাশির জাতকরা একটু বিদ্রোহী হন। নিজের মূল্যবোধকে অত্যন্ত গুরুত্ব দেন এঁরা। রক্ষণশীলতা, ধরেবেঁধে রাখা পোষায় না এঁদের। অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন হন।
কুম্ভ রাশির জাতকরা অন্যকে বিচারও করেন না। ব্যক্তিসত্ত্বা এঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেন এঁরা। হাজার সমালোচনা সত্ত্বেও নিজের মূল্যবোধ বিসর্জন দেন না। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -