Zodiac Signs: ঘর অগোছালো একেবারে দেখতে পারেন না, হাজার ব্যস্ততা সত্ত্বেও সবকিছু পরিপাটি চাই এঁদের
Astrology: হাতে কাজ থাকুক বা না থাকুক, ঘরদোর গোছাতে পারলে আর কিছু চান না কিছু মানুষ। সবকিছু পরিপাটি চাই এঁদের।
ছবি: পিক্সাবে।
1/11
ঘরে-বাইরে ব্যস্ততার জেরে জীবন যেমন অগোছালো হয়ে যায়, নিজের বাড়ি, ঘর গোছানোর সময়ও পাই না আমি। ফলে সকালে উঠে বেরনো আর রাতে ফেরার মাঝে অযত্নের ছাপ ফুটে ওঠে ঘরবাড়িতে।
2/11
কিন্তু কিছু মানুষ ঘরদোর সব সময় পরিপাঠি রাখতে পছন্দ করেন। এর মধ্যে আনন্দও খুঁজে পান
3/11
তুলা রাশির জাতকরা ঘর একদম অগোছালো দেখতে পারেন না। কোথাও একচুল এদিক ওদিক হলেই কাজে নেমে পড়েন এঁরা। বাইরে যতই কাজ, আড্ডার হাতছানি থাকুক না কেন, সব বাদ দিয়ে ঘর গোছাতে পারেন এঁরা।
4/11
ছুটির দিনে ঘর পরিষ্কার না করে পারেন না তুলারাশির জাতকরা। হাতে একটু ফাঁকা সময় পেলেও জিনিসপত্র গোছগাছ করতে নেমে পড়েন। টিভি দেখতে দেখতেও জামা ইস্ত্রি করতে দেখতে পারেন এঁদের।
5/11
মকর রাশির জাতকরা যতই ঘেঁটে থাকুন না কেন, চারপাশ পরিপাটি চাই এঁদের। ঘরের মেঝে থেকে বাগান, একেবারে নিখুঁত রাখতে চান এঁরা। বাকি সবকিছুর চেয়ে বাড়িঘর পরিপাটি রাখা এঁদের কাছে গুরুত্বপূর্ণ।
6/11
চোখের সামনে সব অগোছালো পড়ে থাকতে দেখলে, এক মুহূর্তও বসে থাকতে পারেন না মকর রাশির জাতকরা। মাথায় দুশ্চিন্তা ভর করলেও, সাফাই করে হালকা হন এঁরা।
7/11
কন্যা রাশির জাতকদের কাছে জীবন মানে স্বাধীনতা, রোমাঞ্চ, সুখ এবং হাসিখুশি থাকা। বাড়িতে কখনও হাতে হাত রেখে বসে থাকতে পারেন না এঁরা। চারপাশকে নিজের মতো করে সাজিয়ে নেন।
8/11
কন্যা রাশির জাতকদের কাছে আরাম বা বিশ্রাম বলে কিছু হয় না। ফাঁকা সময়ে বাড়ির কাজে হাত লাগান এঁরা। বাড়িতে কেউ এলে কী মনে করবেন, সেই চিন্তাও মাথায় ঘোরে এঁদের।
9/11
বৃশ্চিক রাশির জাতকরা সুন্দর, পরিপাটি জিনিসের দিকে ছুটে যান। ঘর সাজানো এঁদের আনন্দ দেয়। বাড়ির আর কোথাও যদি নিজের মতামত না ঘাটে, তাহলে নিজের ঘরটিকে অত্যন্ত সাজিয়ে-গুছিয়ে রাখেন এঁরা।
10/11
বৃশ্চিক রাশির জাতকরা ময়লা একেবারে সহ্য করতে পারেন না। বাড়িতে শিশু থাকলে তো কথা নেই। একেবারে চকচকে ঝকঝকে রাখেন চারপাশ। চটজলদি কাজ সারতেও সিদ্ধহস্ত এঁরা।
11/11
image 11
Published at : 17 Jun 2023 06:39 PM (IST)