Zodiac Signs: সাফল্য হোক বা ব্যর্থতা, কোনও কিছুই টলাতে পারে না এঁদের, কোনও পরিস্থিতিতেই বন্ধুর হাত ছাড়েন না এই রাশির জাতকরা
যে কথা কাউকে বলা যায় না, নিশ্চিন্তে বলা যায় বন্ধুকে। স্কুল, কলেজ এমনকি কর্মক্ষেত্রেও এমন বন্ধু পেয়ে যাই আমরা। জীবনের খুঁটিনাটি ঘটনা, মানসিক দ্বন্দ্বের কথা তুলে ধরা যায় তাঁদের কাছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু জীবনে এমন মুহূর্তও আসে, যখন বন্ধুত্বের সুতো আলগা আলগা হয়ে যায়। কিন্তু কিছু মানুষ এমন রয়েছেন, জীবনে হাজার ঝড়ঝাপটা এলেও বন্ধুর হাত ছাড়েন না তাঁরা। বেশ কিছু রাশির জাতকদের ক্ষেত্রে একথা প্রযোজ্য।
সিংহ রাশির জাতকরা বন্ধুত্বের প্রতি একনিষ্ঠ হন। নিজের জীবনে হাজার ঝামেলা থাকলেও, বন্ধুর পাশে দাঁড়াতে দু’বার ভাবেন না। বন্ধুর হাত ছাড়েন না কোনও পরিস্থিতিতেই।
সিংহ রাশির জাতকদের কাছে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুন্ধুর প্রতি কর্তব্য বোধ তৈরি হয়। তাই গোটা দুনিয়া বিপক্ষে চলে গেলেও, বন্ধুর হাত ছাড়েন না এঁরা।
মকর রাশির জাতকরা অত্যন্ত দায়িত্ববোধ সম্পন্ন হন। বন্ধুর বিশ্বাসের মর্যাদা রাখেন সারাজীবন। জীবনের গতিপথ বদলে গেলেও, চোখের আড়াল হলেও, বন্ধুকে মনের আড়াল হতে দেন না।
মকর রাশির জাতকরা বন্ধুত্বের প্রতি দায়বদ্ধ হন। বন্ধুর জন্য সমাজের স্রোতের বিপরীতে যেতেও আপত্তি নেই এঁদের।
ধনু রাশির জাতকরা স্বনির্ভর হন। নিজের স্বাধীনতার সঙ্গে আপস করেন না এঁরা। বন্ধুত্বের ক্ষেত্রেও একই অবস্থান বজায় রাখেন।
কে কী বলল, কে কী করল, পরোয়া করেন না ধনু রাশির জাতকরা। বন্ধুর নামে কেউ কান ভাঙাতে এলেও, তোয়াক্কা করেন না এঁরা। বরং বিপদে আপদে বন্ধুকে আগলে রাখতে সচেষ্ট হন।
ছোটবেলার বন্ধু হোন বা কলেজ জীবনের, বন্ধুত্বকে প্রাধান্য দেন বৃষ রাশির জাতকরা। পর্বত সমান উচ্চতায় পৌঁছে গেলেও, বরাবর যাঁদের পাশে পেয়েছেন, তাঁদের হাত ধরে থাকেন এঁরা।
বৃষ রাশির জাতকরা অত্যন্ত বিশ্বস্ত হন। একবার বন্ধুত্ব পাতালে, সেই সম্পর্ক ধরে রাখেন সারাজীবন। বন্ধুর জীবন কোনও সমস্যা দেখা দিলে, বুক পেতে দেন এঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -