Zodiac Signs: ঔদ্ধত্য পোষায় না এঁদের, না কাউকে অসম্মান করেন, বিনয়ী আচরণই আলাদা করে চেনায় এই রাশির জাতকদের
Astrology: না কাউকে অসম্মান করেন, না অসম্মান সহ্য় করেন। কিছু রাশির জাতকদের চরিত্রই এমন।
ছবি: পিক্সাবে।
1/10
রাগে ফেটে পড়লে অনেক সময়ই হুঁশ থাকে না আমাদের। রাগের মাথায় মুখে যা আসে বলে দিই আমরা। আবার ক্ষোভ জমে থাকলে, সকলে সম্মানের যোগ্য, এমনও মনে করেন না অনেকে।
2/10
কিন্তু এ ব্যাপারে ব্যাতিক্রম কিছু রাশির জাতক। যত খারাপ ব্যবহারই পান না কেন, সামবের জনকে কখনও অসম্মান করেন না এঁরা। নিজের দিকে আঙুল উঠতে দিতে চান না এঁরা।
3/10
মীন রাশির জাতকদের মেজাজি, রগচটা মানুষ হিসেবে ধরেন অনেকে। এরা একটু বিপ্লবী মানসিকতারও হন। কিন্তু কাউকে অসম্মান করা ধাতে সয় না এঁদের।
4/10
মীন রাশির জাতকরা ঘরে-বাইরে, সর্বত্রই এই আচরণ নিয়ে চলেন। কাউকে অসম্মানিত হতে দেখলেও, প্রতিবাদ জানান। বিনম্র আচরণই পছন্দ এঁদের।
5/10
মেষ রাশির জাতকরা ন্যায়ের পথে চলতে চান। রাগ সপ্তমে ওঠে না এঁদের। বরং বুদ্ধি খাটিয়ে কাজ বের করে নিতে জানেন।
6/10
আর তাতে সম্মান যে জরুরি, তা বিলক্ষণ বোঝেন মেষ রাশির জাতকরা। নিজে যেমন কাউকে অসম্মান করেন না, তেমন কেউ অসম্মান করলেও, বরদাস্ত করেন না ।
7/10
বৃশ্চিক রাশির জাতকরা অত্যন্ত বিনয়ী হন। অন্যদের কাছে নিজের ভাবমূর্তি নিয়েও সচেতন এঁরা। অচেনা ব্যক্তি থেকে সহকর্মী, পরিবার, সকলের প্রতি সৌজন্য দেখান।
8/10
বৃশ্চিক রাশির জাতকরা সকলকে নিয়ে চলতে ভালবাসেন। কোথাও সমস্যা হলে আগ্রাসনের চেয়ে, কথা বলে মিটিয়ে নেওয়ার পক্ষপাতী।
9/10
বৃষ রাশির জাতকরা একটু কঠিন মানসিকতার হন। তাই অহঙ্কারী ভেবে অনেকে ভুল বোঝেন এঁদের। কিন্তু মনের দিক থেকে অত্যন্ত নরম হন এঁরা। ভুলেও কাউকে অসম্মান করেন না।
10/10
দূরদর্শী হন বৃষ রাশির জাতকরা। বিপদে আপদে পাশে পাওয়া যায় এঁদের। কাউকে সাহায্য করতে পারলে মনে মনে খুশি হন।
Published at : 22 Jun 2023 03:25 PM (IST)