Zodiac Signs: ঔদ্ধত্য পোষায় না এঁদের, না কাউকে অসম্মান করেন, বিনয়ী আচরণই আলাদা করে চেনায় এই রাশির জাতকদের
রাগে ফেটে পড়লে অনেক সময়ই হুঁশ থাকে না আমাদের। রাগের মাথায় মুখে যা আসে বলে দিই আমরা। আবার ক্ষোভ জমে থাকলে, সকলে সম্মানের যোগ্য, এমনও মনে করেন না অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এ ব্যাপারে ব্যাতিক্রম কিছু রাশির জাতক। যত খারাপ ব্যবহারই পান না কেন, সামবের জনকে কখনও অসম্মান করেন না এঁরা। নিজের দিকে আঙুল উঠতে দিতে চান না এঁরা।
মীন রাশির জাতকদের মেজাজি, রগচটা মানুষ হিসেবে ধরেন অনেকে। এরা একটু বিপ্লবী মানসিকতারও হন। কিন্তু কাউকে অসম্মান করা ধাতে সয় না এঁদের।
মীন রাশির জাতকরা ঘরে-বাইরে, সর্বত্রই এই আচরণ নিয়ে চলেন। কাউকে অসম্মানিত হতে দেখলেও, প্রতিবাদ জানান। বিনম্র আচরণই পছন্দ এঁদের।
মেষ রাশির জাতকরা ন্যায়ের পথে চলতে চান। রাগ সপ্তমে ওঠে না এঁদের। বরং বুদ্ধি খাটিয়ে কাজ বের করে নিতে জানেন।
আর তাতে সম্মান যে জরুরি, তা বিলক্ষণ বোঝেন মেষ রাশির জাতকরা। নিজে যেমন কাউকে অসম্মান করেন না, তেমন কেউ অসম্মান করলেও, বরদাস্ত করেন না ।
বৃশ্চিক রাশির জাতকরা অত্যন্ত বিনয়ী হন। অন্যদের কাছে নিজের ভাবমূর্তি নিয়েও সচেতন এঁরা। অচেনা ব্যক্তি থেকে সহকর্মী, পরিবার, সকলের প্রতি সৌজন্য দেখান।
বৃশ্চিক রাশির জাতকরা সকলকে নিয়ে চলতে ভালবাসেন। কোথাও সমস্যা হলে আগ্রাসনের চেয়ে, কথা বলে মিটিয়ে নেওয়ার পক্ষপাতী।
বৃষ রাশির জাতকরা একটু কঠিন মানসিকতার হন। তাই অহঙ্কারী ভেবে অনেকে ভুল বোঝেন এঁদের। কিন্তু মনের দিক থেকে অত্যন্ত নরম হন এঁরা। ভুলেও কাউকে অসম্মান করেন না।
দূরদর্শী হন বৃষ রাশির জাতকরা। বিপদে আপদে পাশে পাওয়া যায় এঁদের। কাউকে সাহায্য করতে পারলে মনে মনে খুশি হন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -