Zodiac Signs: ভালবাসার সম্পর্কে অন্তরায় হতে পারে স্বার্থ, একটু বেশিই আত্মকেন্দ্রিক হন এঁরা
Astrology: দুটি মানুষকে মিলিয়েই গড়ে ওঠে সম্পর্ক। একজন নিজেকে নিয়ে ব্য়স্ত থাকলে কেটে যায় তাল।
ছবি: পিক্সাবে।
1/10
দেখা হল, কথা হল আর মন দেওয়া নেওয়া সেরে ফেলা গেল, সিনেমার পর্দায় সম্ভব হলেও, বাস্তব জীবন অনেকটাই আলাদা। মনের মানুষের খোঁজ পাওয়া মোটেই সহজ নয়। বরং একটা সময় পর আপসও করতে হয় অনেককে।
2/10
সম্পর্কের ভিত্তিই হল পারস্পরিক বিশ্বাস, পরস্পরকে গুরুত্ব দেওয়া। কিন্তু অনেক সময় সম্পর্কে একজন যত্নসীল হলেও, অন্য জন শুধু নিজেকে নিয়েই ভাবেন। নিজের প্রয়োজনকে গুরুত্ব দেন অনেক বেশি। অনেক বেশি আত্মকেন্দ্রিক হন।
3/10
মেষ রাশির জাতকরা নিজের স্বার্থ ভাল বোঝেন। প্রচারের আলোর সর্বস্ব শুষে নেওয়া তো বটেই, ভিড়ের মধ্যে সকলের নজর কাড়ার প্রবণতা রয়েছে এঁদের। সম্পর্কেও তার ব্যাতিক্রম ঘটে না।
4/10
মেষ রাশির জাতকরা সবসময় নিজেকে এগিয়ে রাখেন। সঙ্গীর প্রয়োজন নিয়ে তেমন মাথাব্যথা হয় না এঁদের। বরং নিজের প্রয়োজন, নিজের উদ্দেশ্যকেই এঁরা প্রাধান্য দেন।
5/10
কন্যা রাশির জাতকরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের ভালমন্দকে এগিয়ে রাখেন। সম্পর্কে লিপ্ত হলেও, জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঙ্গীর মতামতকে তেমন গুরুত্ব দেন না।
6/10
কন্যা রাশির জাতকরা একটু জোর খাটানোর পক্ষপাতীও। একেবারে শেষ মুহূর্তে হয়ত কিছু দাবি করলেন। হাজার অসুবিধা থাকলেও, সেই দাবি পূরণ করতে হয় এঁদের সঙ্গীকে। দায়িত্বগ্রহণের ক্ষেত্রেও উদাসীন হন এঁরা।
7/10
কর্কট রাশির জাতকরা বেশি মাথা খাটানোর পক্ষপাতী নন। মানসিক ভাবে সঙ্গী কতটা ভরসাযোগ্য, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেন না। তাই কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন সঙ্গীকে। নিজের নিরাপত্তা, নিজের ভাল থাকা এঁদের কাছে গুরুত্বপূর্ণ।
8/10
কর্কট রাশির জাতকরা এতটাই আত্মকেন্দ্রিক হন যে সঙ্গীর প্রয়োজনকে অবজ্ঞা করেন। ঘন ঘন মেজাজ পাল্টায়। সঙ্গীকে যে অবহেলা করছেন, অনেক সময় বুঝতেই পারেন না।
9/10
মিথুন রাশির জাতকরা কথার মায়ায় বেঁধে ফেলতে পারেন যে কাউকে। তবে কোনও অবস্থাতেই নিজের চাহিদা, প্রয়োজনের সঙ্গে আপস করেন না। সম্পর্কে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে তেমন উদ্যোগীও হন না।
10/10
অত্যন্ত চালাকও হন মিথুন রাশির জাতকরা। মিষ্টি কথায় মন ভোলাতে পারেন। ফলে এঁদের চাহিদা পূরণ করতেই হয় সঙ্গীকে। নিঃস্বার্থ ভালবাসায় তেমন বিশ্বাস নেই এঁদের।
Published at : 27 Apr 2023 12:05 PM (IST)