Zodiac Signs: দেখনদারি, বিলাসিতা টানে না এঁদের, সাদামাটা জীবনই পছন্দ এই রাশির জাতকদের
Astrology: হই-হট্টগোল, দৌড়ঝাঁপের জীবন সয় না সকলের। অতি সাধারণ, সাদামাটা জীবনে ফিরতে চান কিছু রাশির জাতক।
ছবি: পিক্সাবে।
1/10
কর্মজীবনের ব্যস্ততা, সাংসারিক ঝামেলা, ব্যক্তিগত ওঠাপড়া, রোজকার জীবনে এসব লেগেই থাকে। একটা সময় পর তা আমাদের মানসিক ভাবে তো বটেই, শারীরিক ভাবেও কাবু করে ফেলে।
2/10
কিছু মানুষ যদিও এই শোরগোলের জীবন পছন্দই করেন। হইচই করে থাকতে, সপ্তাহান্তে পার্টি করতে, সিনেমা দেখতে, নিয়ম করে বেড়াতে যেতে পছন্দ করেন তাঁরা।
3/10
কিন্তু আজকের দিনেও আলাদা হন কিছু মানুষ। শোরগোল, ব্যস্ততা, ইঁদুর দৌড় একেবারেই পছন্দ নয় এঁদের। বরং সাধারণ জীবনযাপনই পছন্দ এঁদের। ইমেল, হোয়াটসঅ্যাপে দিনভর অফিসের মেসেজ চেক করার থেকে, চাষবাসের জীবন পছন্দ এঁদের। এর নেপথ্যে রাশিচক্রের যোগ রয়েছে বলে মনে করেন জ্যোতিষীরা।
4/10
একবার পণ নিয়ে ফেললে, লক্ষ্যে পৌঁছে তবে ছাড়েন মেষ রাশির জাতকরা। আসলে কিন্তু সাধারণ জীবনই টানে এঁদের। কম্পিউটারে মুখ গুঁজে বসে থাকা, দিনের শেষে মাথার যন্ত্রণায় কাতরানো, কাল কী হবে ভেবে দিন কাটানো পোষায় না এঁদের।
5/10
একটা সময় পর, শহর থেকে দূরে, নিরিবিলিতে নিজের ছোট্ট আশ্রয় খুঁজে নেওয়ার স্বপ্ন দেখেন মেষ রাশির জাতকরা। জীবনে কী প্রয়োজন, আর কী না হলেও চলে, তা বিলক্ষণ জানেন এঁরা। তাই পরিবেশের মধ্যে, নিজের মতো করে শান্তিতে থাকাই লক্ষ্য হয় এঁদের।
6/10
তুলা রাশির জাতকরা কল্পণাপ্রবণ হন। ইতিহাসের পাতায় পড়া অতীত টানে এঁদের। জীবন কেন এত জটিল হল, কেন সাধারণ যাপনে ফেরা সম্ভব নয়, মাথায় এই ভাবনা ঘোরে এঁদের।
7/10
এমনকি পারলে অতীতেই ফিরে যান তুলা রাশির জাতকরা। মাথার উপর একটুকরো ছাদ, সবুজ বাগান, নদীনালাই টানে এঁদের। সেই স্বপ্ন ছুঁয়ে দেখতে যাবতীয় বিলাসিতা বিসর্জন দিতে পারেন এঁরা।
8/10
সিংহ রাশির জাতকদের মূল লক্ষ্য হয় টাকা রোজগার। তাই পরিশ্রমে খামতি রাখেন না। দ্রুত লক্ষ্যে পৌঁছতে চান এঁরা, জীবনটাকে উপভোগও করতে চান। তবে মাথায় ঘোরে অন্য চিন্তাও।
9/10
সিংহ রাশির জাতকরা একটা সময় পর্যন্ত কোলাহলের মধ্যেই থাকতে পছন্দ করেন। প্রতিযোগিতাতেও আপত্তি নেই এঁদের। তবে অবসরের কথা ভেবেই এতকিছু। টাকা জমিয়ে শেষ জীবনটা নিভৃতে কাটাতে চান এঁরা।
10/10
কর্কট রাশির জাতকরা বাস্তববাদী হন। টাকা এবং সময় এঁদের কাছে অত্যন্ত মূল্যবান। তাই কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণে কোনও খামতি রাখেন না। তবে দিনের শেষে বাড়ির ছাদে পায়চারি, গাছ লাগানো, সন্তানের সঙ্গে সময় কাটানোই পছন্দ এঁদের। (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Published at : 08 Jun 2023 12:28 PM (IST)