Zodiac Signs: নিজের জন্য হোক বা অন্যকে উপহার, দামি জিনিস কেনার আগে দু’বার ভাবেন না এঁরা
Astrology: টাকা এখন আছে, কাল থাকবে না, জীবনটা উপভোগ করা জরুরি, এই তত্ত্বে বিশ্বাসী কিছু রাশির জাতক।
ছবি: পিক্সাবে।
1/10
জীবন নিয়ে এক এক জনের ভাবনা হয় এক এক রকমের। কেউ দু’হাত খুলে খরচ করেন। কেউ আবার খরচের আগে ভাবনাচিন্তা করেন বিস্তর।
2/10
এক্ষেত্রে কিছু রাশির কথা বিশেষ ভাবে উল্লেখ্য। নিজের জন্য হোক বা অন্যকে উপহার, দামি জিনিস কিনতে পছন্দ করেন এঁরা। ভাল জিনিসের জন্য টাকা খরচ করাকে একপ্রকার বিনিয়োগ হিসেবেই দেখেন এঁরা।
3/10
ধনুরাশির জাতকরা একটু আবেগপ্রবণ হন। টাকাপয়সাকে ক্ষণস্থায়ী বলে মনে করেন এঁরা। তাই জীবনকে যতটা পারা যায় উপভোগ করতে চান। নিজের কাছের লোকজনকেও খুশি করতে চান।
4/10
তাই দামি জিনিসেই নজর পড়ে ধনুরাশির জাতকদের। আবেগ, অনুভূতি এঁদের কাছে প্রাধান্য পায়। তাই হাত খুলে খরচের আগে দু’বার ভাববেন না।
5/10
মিথুন রাশির জাতকরা ভাল ভাবে জীবন কাটাতে চান। তার জন্য জলের মতো টাকা খরচেও আপত্তি নেই এঁদের। তবে খরচ এবং সঞ্চয় দুইয়ের মধ্যে ভারসাম্যও রাখতে পারেন এঁরা।
6/10
যে কারণে কোথায়, কখন ছাড় পাওয়া যাচ্ছে, ভাল জিনিস কোথায় গেলে পাওয়া যায়, সেদিকে নজর থাকে এঁদের। প্রিয়জনকে সেরা জিনিস উপহার দিতে চান এঁরা। তার জন্য চেষ্টায় ত্রুটি রাখেন না। তবে টাকা খরচ করার আগে সেরাটা বেছে নিতে জানেন এঁরা।
7/10
কষ্ট করে অর্জন যেমন করেন, তেমনই সেই টাকায় বিলাসিতা করার অধিকারে বিশ্বাসী কুম্ভরাশির জাতকরা। নিজের ভাল থাকাকে সবচেয়ে গুরুত্ব দেন এঁরা। তা যদি কোনও বস্তুনির্ভর হয়, তাতেো পিছিয়ে আসেন না।
8/10
অনেক সময় দামি জিনিস কেনার জন্য হাতে হয়ত যথেষ্ট টাকা থাকে না। কিন্তু হার মানেন না কুম্ভরাশির জাতকরা। হাতে সময় নিয়ে টাকা জোগাড় করেন। তার পর মনপসন্দ জিনিস কিনে তবেই ছাড়েন।
9/10
সিংহ রাশির জাতকদের পছন্দ উচ্চমানের। বেছে বেছে সেরা দোকান, সেরা জিনিস চোখে পড়ে এঁদের। নিজের অর্জিত টাকায় দামি জিনিস কেনার মধ্যে প্রশান্তি অনুভব করেন এঁরা।
10/10
খরচের বহর দেখে সিংহ রাশির জাতকদের ভুল বোঝেন অনেকে। কিন্তু এঁরা অন্যের ব্যাপারেও কার্পণ্য করেন না। দানধ্যানের অভ্যাসও রয়েছে। তবে কোথায় টাকা ঢালছেন, সে ব্যাপারে অত্যন্ত সতর্ক এঁরা।
Published at : 29 Jun 2023 04:24 PM (IST)