Zodiac Signs: চারপাশের সবকিছুই মনে হয় সুন্দর, প্রেমে পড়লে কবিতার খাতা ভরিয়ে দেন এঁরা
প্রেমে পড়েছেন আর হাফ ডজন কবিতা নামিয়ে ফেলেননি, এমন মানুষ পাওয়া দুষ্কর। কারণ যে কথা কাউকে বলা যায় না, খাতায় লিখে ফেলা যায় অবলীলায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু ভাবা মানেই, কলমের আঁচড়ে কবিতা নামিয়ে ফেলা যায় না। এ ব্যাপারে সিদ্ধহস্ত হন কিছু রাশির জাতক। কবিমন নিয়েই জন্ম তাঁদের। প্রেমে পড়লে তা আরও বিকশিত হয়।
চারপাশে শুধুই সৌন্দর্য চোখে পড়ে মকর রাশির জাতকদের। কথায় বলে বোঝানোর চেয়ে, কলমের আঁচড়ে মনের ভাব প্রকাশ করাই পছন্দ এঁদের। প্রকৃতির সঙ্গে অদ্ভূত এক টান অনুভব করেন।
মকর রাশির জাতকরা কৌতূহলীও হোন। মনের গভীর থেকে প্রত্যেকটি অনুভূতি লেখায় ব্যক্ত করতে পারেন। নিজের ভাবনাতেই হারিয়ে যান কখনও সখনও। মানুষের মধ্যে এঁরা শুধু ভালই দেখতে পান।
কল্পণাপ্রবণ হন কুম্ভ রাশির জাতকরা। অত্যন্ত আবেগপ্রবণও হন। ভাষার ব্যবহারেও পটু। তাই কলম চলে আপনা আপনিই।
পাশিপাশি শব্দ বসিয়ে দিলেই কবিতা হয় না। বরং তার গায়ে তাল, ছন্দ জুড়ে দিতে জুড়ি মেলা ভার কুম্ভ রাশির জাতকদের। এঁদের লেখা পড়লে মন গলে জল হয়ে যায়।
সিংহ রাশির জাতকরা মনের অনুভূতি জানাতে ভয় পান না একেবারেই। খুব যে আহামরি কবিতা লেখেন, তা-ও নয়। কিন্তু চেষ্টা রয়েছে। বিশেষ করে প্রেমে পড়লে এঁদের কলম চলতে শুর করে।
ভারী ভারী শব্দের ব্যবহার নয়, সহজ সরল ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারেন সিংহ রাশির জাতকরা। শুনলে একেবারেই কৃত্রিম মনে হয় না। চটজলদি কবিতা নামিয়ে দিতে পারেন এঁরা।
পৃথিবীকে একটু অন্য চোখে দেখেন মীন রাশির জাতকরা। প্রকৃতির মাঝে বিভোর হয়ে পড়েন এঁরা। প্রেমে পড়লে কবিতাই হয়ে ওঠে এঁদের আশা-ভরসা।
সুর, তালের জ্ঞান ভালই থাকে মীন রাশির জাতকদের। অন্যদের তুলনায় চিন্তাভাবনা হয় গভীর। সৃজনশীলতাকে কলমের আঁচড়ে দক্ষ ভাবে ফুটিয়ে তুলতে পারেন এঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -