Zodiac Signs: চারপাশের সবকিছুই মনে হয় সুন্দর, প্রেমে পড়লে কবিতার খাতা ভরিয়ে দেন এঁরা

Astrology: প্রেমে পড়লে গুনগুন গান ধরি বইকি! কেউ কেউ পাতার পর পাতা কবিতা লিখে ফেলেন।

ছবি: পিক্সাবে।

1/10
প্রেমে পড়েছেন আর হাফ ডজন কবিতা নামিয়ে ফেলেননি, এমন মানুষ পাওয়া দুষ্কর। কারণ যে কথা কাউকে বলা যায় না, খাতায় লিখে ফেলা যায় অবলীলায়।
2/10
কিন্তু ভাবা মানেই, কলমের আঁচড়ে কবিতা নামিয়ে ফেলা যায় না। এ ব্যাপারে সিদ্ধহস্ত হন কিছু রাশির জাতক। কবিমন নিয়েই জন্ম তাঁদের। প্রেমে পড়লে তা আরও বিকশিত হয়।
3/10
চারপাশে শুধুই সৌন্দর্য চোখে পড়ে মকর রাশির জাতকদের। কথায় বলে বোঝানোর চেয়ে, কলমের আঁচড়ে মনের ভাব প্রকাশ করাই পছন্দ এঁদের। প্রকৃতির সঙ্গে অদ্ভূত এক টান অনুভব করেন।
4/10
মকর রাশির জাতকরা কৌতূহলীও হোন। মনের গভীর থেকে প্রত্যেকটি অনুভূতি লেখায় ব্যক্ত করতে পারেন। নিজের ভাবনাতেই হারিয়ে যান কখনও সখনও। মানুষের মধ্যে এঁরা শুধু ভালই দেখতে পান।
5/10
কল্পণাপ্রবণ হন কুম্ভ রাশির জাতকরা। অত্যন্ত আবেগপ্রবণও হন। ভাষার ব্যবহারেও পটু। তাই কলম চলে আপনা আপনিই।
6/10
পাশিপাশি শব্দ বসিয়ে দিলেই কবিতা হয় না। বরং তার গায়ে তাল, ছন্দ জুড়ে দিতে জুড়ি মেলা ভার কুম্ভ রাশির জাতকদের। এঁদের লেখা পড়লে মন গলে জল হয়ে যায়।
7/10
সিংহ রাশির জাতকরা মনের অনুভূতি জানাতে ভয় পান না একেবারেই। খুব যে আহামরি কবিতা লেখেন, তা-ও নয়। কিন্তু চেষ্টা রয়েছে। বিশেষ করে প্রেমে পড়লে এঁদের কলম চলতে শুর করে।
8/10
ভারী ভারী শব্দের ব্যবহার নয়, সহজ সরল ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারেন সিংহ রাশির জাতকরা। শুনলে একেবারেই কৃত্রিম মনে হয় না। চটজলদি কবিতা নামিয়ে দিতে পারেন এঁরা।
9/10
পৃথিবীকে একটু অন্য চোখে দেখেন মীন রাশির জাতকরা। প্রকৃতির মাঝে বিভোর হয়ে পড়েন এঁরা। প্রেমে পড়লে কবিতাই হয়ে ওঠে এঁদের আশা-ভরসা।
10/10
সুর, তালের জ্ঞান ভালই থাকে মীন রাশির জাতকদের। অন্যদের তুলনায় চিন্তাভাবনা হয় গভীর। সৃজনশীলতাকে কলমের আঁচড়ে দক্ষ ভাবে ফুটিয়ে তুলতে পারেন এঁরা।
Sponsored Links by Taboola