Zodiac Signs: ভুল বুঝতে পেরে নিশ্চয়ই ফিরে আসবেন প্রাক্তন, এই আশায় অপেক্ষা করেন এঁরা

Astrology: সহজে সম্পর্ক ভেঙে যাওয়াকে মেনে নিতে পারেন না এঁরা। প্রাক্তনের ফিরে আসার অপেক্ষা করেন এই রাশির জাতকরা।

ছবি: পিক্সাবে।

1/10
অতীত ভুলে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার পরামর্শই দিয়ে থাকেন মনোবিদরা। কিন্তু অনেকের ক্ষেত্রে এই সদুপদেশ কাজ করে না। অতীত আঁকড়েই পড়ে থাকেন তাঁরা।
2/10
শুধু অতীত আঁকড়ে পড়ে থাকা বা স্মৃতিচারণে ভেসে যাওয়া নয়, প্রাক্তনের ফিরে আসার অপেক্ষা করেন এঁরা। ভাবেন নিজের ভুল বুঝতে পেরে একদিন না একদিন তাঁর কাছে ফিরবেনই প্রাক্তন। এক্ষেত্রে কিছু রাশির জাতকদের কথা বিশেষ ভাবে উল্লেখ্য।
3/10
কর্কট রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ হন। একবার কারও সঙ্গে মনের সংযোগ গড়ে উঠলে, তার ছিঁড়তে দিতে চান না। তাই সম্পর্ক ভেঙে গেলেও, মেনে নিতে পারেন না কর্কট রাশির জাতকরা। নতুন করে ভাঙা সম্পর্ক জোড়া লাগার আশা নিয়ে বেঁচে থাকেন।
4/10
তাই সম্পর্ক ভেঙে গেলেও, মেনে নিতে পারেন না কর্কট রাশির জাতকরা। নতুন করে ভাঙা সম্পর্ক জোড়া লাগার আশা নিয়ে বেঁচে থাকেন।
5/10
বৃষ রাশির জাতকরা অত্যন্ত জেদি হন। একবার কাউকে মনে ধরলে, সহজে ভুলতে পারেন না। তাই সম্পর্ক ভাঙলেও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন প্রাক্তনের ফিরে আসার।
6/10
বৃষ রাশির জাতকরা অতীত নিয়ে স্মৃতিচারণা করতে গেলেও, শুধুমাত্র ভাল মুহূর্তগুলিই মনে করেন। সেই মুহূর্তগুলিকেই ফিরে পেতে চান। তাই প্রাক্তনের ফিরে আসার অপেক্ষা করেন।
7/10
বৃশ্চিক রাশির জাতকরা যা চান, তা পেতেই হয় তাঁদের। হুটহাট কের সিদ্ধান্ত নেন না এঁরা। নিজেও সময় নেন, সময় দেন প্রাক্তনকেও।
8/10
এতে সামনের জনও সম্পর্ক নিয়ে ভাবতে বাধ্য হন। তাই প্রাক্তনকে ফিরে পাওয়ার আশা ত্যাগ করেন না বৃশ্চিক রাশির জাতকরা।
9/10
মিথুন রাশির জাতকরা সত্যিকারের ভালবাসায় বিশ্বাস করেন। মনের মানুষ একবারই খুঁজে পাওয়া যায় বলে বিশ্বাস করেন এঁরা।
10/10
তাই কোনও কারণে সম্পর্কে ফাটল ধরলেও, জোড়া লাগার অপেক্ষায় বসে থাকেন এঁরা। প্রাক্তনও একদিন না একদিন ভুল বুঝতে পারবেন এবং ফিরে আসবেন বলে মনে করেন মিথুন রাশির জাতকরা। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Sponsored Links by Taboola