Zodiac Signs: অল্পেতেই সন্তুষ্ট এঁরা, জীবনে বিশেষ চাহিদা নেই
Astrology: গাদা-গুচ্ছের জিনিসপত্র চান না এঁরা। অল্পেতেই সন্তুষ্ট থাকেন।
ছবি: পিক্সাবে।
1/10
যতই কেনাকাটা করুন না কেন, মন ভরে না কারও কারও। এটা-ওটা দেখলেই কনে বোঝাই করতে মন চায়।
2/10
কিছু মানুষ আবার একেবারেই ব্যতিক্রম। গুচ্ছের জিনিস কেনা পোষায় না তাঁদের। অল্পেতেই দিব্যি চালিয়ে নিতে পারেন।
3/10
কন্যা রাশির জাতকরা হালকা রং পছন্দ করেন। সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন চাই এঁদের। জিনিসপত্রে ঠাসা ঘরবাড়িতে থাকতে দমবন্ধ হয়ে আসে এঁদের।
4/10
কন্যা রাশির জাতকদের বেশভুষাও হয় অতি সাধারণ। দেখনদারি একেবারে পছন্দ নয় এঁদের। বরং যা কিছু রয়েছে, তাই দিয়েই কাজ চালানোয় বিশ্বাসী।
5/10
মকর রাশির জাতকরা বাস্তববাদী হন। জামাকাপড় কেনার ক্ষেত্রে রুচিশীল পছন্দ এঁদের। জমকালো সাজগোজের থেকে ভাল জিনিস খোঁজেন এঁরা।
6/10
হস্তশিল্পের অত্যন্ত প্রিয় মকর রাশির জাতকদের। পরিশ্রমের মূল্য দেওয়ায় বিশ্বাসী এঁরা। তবে ঘর সাজানোর জিনিস কিনে জমানো একেবারেই না পসন্দ এঁদের।
7/10
কুম্ভ রাশির জাতকরা একটু ভিন্ন প্রকৃতির হন। গতানুগতিক কিছু মনে ধরে না এঁদের। মুক্তমনা হন এঁদের। নিজেকে কিছুর সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলা পছন্দ করেন না।
8/10
কুম্ভ রাশির জাতকরা গাদা-গুচ্ছের জিনিস কিনে টাকা নষ্ট করেন না। বরং ছিমছাম থাকতে পছন্দ করেন। বহুদিনেও নষ্ট হয় না, এমন জিনিস কেনেন এঁরা।
9/10
তুলা রাশির জাতকরা বিলাসিতা এবং শখের মধ্যে ভারসাম্য রাখতে জানেন। নিজের জীবনে সেই ভারসাম্য বজায় রেখেই চলেন এঁরা। পরিষ্কার-পরিচ্ছন্নতা এঁদের কাছে সবচেয়ে গুরুত্ব পায়।
10/10
সাদা-কালো বা নিউট্রাল রংই পছন্দ হয় তুলা রাশির জাতকদের। নিজের ইচ্ছের বিরুদ্ধে, শুধুমাত্র দেখনদারির জন্য কিছু করেন না এঁরা। অল্পেতেই খুশি হন। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Published at : 06 Sep 2023 09:48 AM (IST)