Zodiac Signs: অল্পেতেই সন্তুষ্ট এঁরা, জীবনে বিশেষ চাহিদা নেই
যতই কেনাকাটা করুন না কেন, মন ভরে না কারও কারও। এটা-ওটা দেখলেই কনে বোঝাই করতে মন চায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছু মানুষ আবার একেবারেই ব্যতিক্রম। গুচ্ছের জিনিস কেনা পোষায় না তাঁদের। অল্পেতেই দিব্যি চালিয়ে নিতে পারেন।
কন্যা রাশির জাতকরা হালকা রং পছন্দ করেন। সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন চাই এঁদের। জিনিসপত্রে ঠাসা ঘরবাড়িতে থাকতে দমবন্ধ হয়ে আসে এঁদের।
কন্যা রাশির জাতকদের বেশভুষাও হয় অতি সাধারণ। দেখনদারি একেবারে পছন্দ নয় এঁদের। বরং যা কিছু রয়েছে, তাই দিয়েই কাজ চালানোয় বিশ্বাসী।
মকর রাশির জাতকরা বাস্তববাদী হন। জামাকাপড় কেনার ক্ষেত্রে রুচিশীল পছন্দ এঁদের। জমকালো সাজগোজের থেকে ভাল জিনিস খোঁজেন এঁরা।
হস্তশিল্পের অত্যন্ত প্রিয় মকর রাশির জাতকদের। পরিশ্রমের মূল্য দেওয়ায় বিশ্বাসী এঁরা। তবে ঘর সাজানোর জিনিস কিনে জমানো একেবারেই না পসন্দ এঁদের।
কুম্ভ রাশির জাতকরা একটু ভিন্ন প্রকৃতির হন। গতানুগতিক কিছু মনে ধরে না এঁদের। মুক্তমনা হন এঁদের। নিজেকে কিছুর সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলা পছন্দ করেন না।
কুম্ভ রাশির জাতকরা গাদা-গুচ্ছের জিনিস কিনে টাকা নষ্ট করেন না। বরং ছিমছাম থাকতে পছন্দ করেন। বহুদিনেও নষ্ট হয় না, এমন জিনিস কেনেন এঁরা।
তুলা রাশির জাতকরা বিলাসিতা এবং শখের মধ্যে ভারসাম্য রাখতে জানেন। নিজের জীবনে সেই ভারসাম্য বজায় রেখেই চলেন এঁরা। পরিষ্কার-পরিচ্ছন্নতা এঁদের কাছে সবচেয়ে গুরুত্ব পায়।
সাদা-কালো বা নিউট্রাল রংই পছন্দ হয় তুলা রাশির জাতকদের। নিজের ইচ্ছের বিরুদ্ধে, শুধুমাত্র দেখনদারির জন্য কিছু করেন না এঁরা। অল্পেতেই খুশি হন। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -