Zodiac Signs: সময়ই চিনিয়ে দেয় কে প্রকৃত বন্ধু, বিপদ জেনেও সঙ্গত্যাগ করেন না এঁরা
জীবনে ওঠাপড়া লেগেই থাকে। ভাল সময় যেমন আসে, তেমনই কঠিন সময়েরও মুখোমুখি হতে হয় আমাদের। কে সত্যিকারের বন্ধু, আর কে লোকদেখানো, তা এই কঠিন সময়েই বুঝতে পারি আমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কিছু রাশির জাতকের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। কারণ চরম ওঠাপড়া সত্ত্বেও। কঠিন সময়ে সঙ্গ ত্যাগ করেন না এঁরা।
মেষ রাশির জাতকরা অত্যন্ত আস্থাভাজন হন। বিপদেআপদে নিশ্চিন্তে এঁদের উপর ভরসা রাখা যায়। কঠিন সময়ে মুখে হাসি ফোটাতেও জুড়ি নেই এঁদের।
মেষ রাশির জাতকরা কোনও পরিস্থিতিতেই বন্ধুর সঙ্গ ত্যাগ করেন না। কাছের বন্ধু এঁদের কাছে পরিবারের সমান। বন্ধুর জন্য যে কোনও বিপদে ঝাঁপিয়ে পড়তে পারেন এঁরা।
বৃষ রাশির জাতকরা একবার যদি কোনও পণ নেন, তা থেকে সরেন না। আবেগ, অনুভূতি এঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শুধু কাছের জনেদের জন্যই নয়, মুখচেনা মানুষকে বিপদে দেখলেও ঝাঁপিয়ে পড়েন এঁরা। জটিল পরিস্থিতিতে সমাধানসূত্র বের করতেও সিদ্ধহস্ত বৃষ রাশির জাতকরা।
বৃশ্চিক রাশির জাতকরা ধীর-স্থির প্রকৃতির হন। কঠিন সময়ে কাছের মানুষদের কাছে স্তম্ভে পরিণত হন এঁরা। এঁদের ইচ্ছাশক্তি প্রবল।
বৃশ্চিক রাশির জাতকরা অত্যন্ত বিশ্বস্ত হন। যে কোনও কথা নির্দ্বিধায় বলা যায় এঁদের। চরম প্রতিযোগিতা থাকলেও, সহকর্মীকে সাহায্য করতে এগিয়ে যান।
তুলা রাশির জাতকরা অত্যন্ত ইতিবাচক মানসিকতার হন। তাই বন্ধু সমস্যায় জেরবার হয়ে পড়লে, বেরিয়ে আসার উপায় বাতলে দেন এঁরা।
অত্যন্ত সংবেদনশীলও হন তুলা রাশির জাতকরা। বন্ধুকে কষ্ট পেতে দেখলে, এঁরাও ব্যথিত হয়ে পড়েন। আবার অতি সঙ্কটজনক পরিস্থিতিতে কাউকে সাহায্য করলেও, তা নিয়ে বড়াই করেন না। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -