Zodiac Signs: সময়ই চিনিয়ে দেয় কে প্রকৃত বন্ধু, বিপদ জেনেও সঙ্গত্যাগ করেন না এঁরা
Astrology: কে প্রকৃত অর্থেই বন্ধু, আ কে শুধু নামসর্বস্ব, সময়ই তা বুঝিয়ে দেয়। প্রয়োজনে পাশে পাওয়া যায় না কাউকে, আর কেউ বিপদ জেনেও সঙ্গ ত্যাগ করেন না।
ছবি: পিক্সাবে।
1/10
জীবনে ওঠাপড়া লেগেই থাকে। ভাল সময় যেমন আসে, তেমনই কঠিন সময়েরও মুখোমুখি হতে হয় আমাদের। কে সত্যিকারের বন্ধু, আর কে লোকদেখানো, তা এই কঠিন সময়েই বুঝতে পারি আমরা।
2/10
কিন্তু কিছু রাশির জাতকের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। কারণ চরম ওঠাপড়া সত্ত্বেও। কঠিন সময়ে সঙ্গ ত্যাগ করেন না এঁরা।
3/10
মেষ রাশির জাতকরা অত্যন্ত আস্থাভাজন হন। বিপদেআপদে নিশ্চিন্তে এঁদের উপর ভরসা রাখা যায়। কঠিন সময়ে মুখে হাসি ফোটাতেও জুড়ি নেই এঁদের।
4/10
মেষ রাশির জাতকরা কোনও পরিস্থিতিতেই বন্ধুর সঙ্গ ত্যাগ করেন না। কাছের বন্ধু এঁদের কাছে পরিবারের সমান। বন্ধুর জন্য যে কোনও বিপদে ঝাঁপিয়ে পড়তে পারেন এঁরা।
5/10
বৃষ রাশির জাতকরা একবার যদি কোনও পণ নেন, তা থেকে সরেন না। আবেগ, অনুভূতি এঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
6/10
শুধু কাছের জনেদের জন্যই নয়, মুখচেনা মানুষকে বিপদে দেখলেও ঝাঁপিয়ে পড়েন এঁরা। জটিল পরিস্থিতিতে সমাধানসূত্র বের করতেও সিদ্ধহস্ত বৃষ রাশির জাতকরা।
7/10
বৃশ্চিক রাশির জাতকরা ধীর-স্থির প্রকৃতির হন। কঠিন সময়ে কাছের মানুষদের কাছে স্তম্ভে পরিণত হন এঁরা। এঁদের ইচ্ছাশক্তি প্রবল।
8/10
বৃশ্চিক রাশির জাতকরা অত্যন্ত বিশ্বস্ত হন। যে কোনও কথা নির্দ্বিধায় বলা যায় এঁদের। চরম প্রতিযোগিতা থাকলেও, সহকর্মীকে সাহায্য করতে এগিয়ে যান।
9/10
তুলা রাশির জাতকরা অত্যন্ত ইতিবাচক মানসিকতার হন। তাই বন্ধু সমস্যায় জেরবার হয়ে পড়লে, বেরিয়ে আসার উপায় বাতলে দেন এঁরা।
10/10
অত্যন্ত সংবেদনশীলও হন তুলা রাশির জাতকরা। বন্ধুকে কষ্ট পেতে দেখলে, এঁরাও ব্যথিত হয়ে পড়েন। আবার অতি সঙ্কটজনক পরিস্থিতিতে কাউকে সাহায্য করলেও, তা নিয়ে বড়াই করেন না। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Published at : 03 Sep 2023 04:06 PM (IST)