Zodiac Signs: দোকা নয়, একা থাকতে পছন্দ করেন এই রাশির জাতকরা

Astrology: জীবনে সঙ্গীর প্রয়োজন পড়লেও, একা থাকতে পছন্দ করেন এঁরা।

ছবি: ফ্রিপিক।

1/10
জীবনে চলার পথে সঙ্গীর প্রয়োজন হয় বইকি! সুখ-দুঃখ ভাগ করে নিতে, সাফল্য-ব্যর্থতা অনুভব করতে পাশে প্রয়োজন পড়ে বিশেষ জনের।
2/10
কিন্তু কিছু রাশির জাতক এক্ষেত্রে ব্যতিক্রম। একা থাকতে পছন্দ করেন এঁরা। এমনকি সারা জীবন একাই কাটিয়ে দিতে চান।
3/10
কর্কট রাশির জাতকরা অত্যন্ত দয়াশীল হন। কারও থেকে কিছু গ্রহণ নয়, বরং নিজেকে বিলিয়ে দিতে পারেন। কিন্তু সামনের জনের থেকে একই প্রতিক্রিয়া না পেলে, সম্পর্ক-বিমুখ হয়ে পড়েন এঁরা।
4/10
কর্কট রাশির জাতকরা নিজের মতো থাকতে পছন্দ করেন। নিজেকে ভাল রাখতে অন্য কারও সাহায্যের প্রয়োজন নেই বলেই মনে করেন এঁরা।
5/10
বৃশ্চিক রাশির জাতকরা অত্যন্ত দৃঢ় মানসিকতার হন। এঁদের নিজস্ব পরিচিতি থাকে সাধারণত। নিজেকে ভাল রাখার যোগ্যতা এবং দক্ষতা দুই-ই রয়েছে এঁদের।
6/10
বৃশ্চিক রাশির জাতকরা সম্পর্কে জড়ান না এমন নয়। কিন্তু কিছুদিন চলার পরই সাধারণত সামনের জনের সঙ্গে খটাখটি লাগে। মনের মিল হয় না। তাই একা থাকাই পছন্দ এঁদের।
7/10
বৃষ রাশির জাতকরা অত্যন্ত স্বাধীনচেতা হন। এঁদের চিন্তাভাবনাও বাকিদের থেকে হয় আলাদা। সম্পর্কে দ্বন্দ্ব দেখা দিক, কোনও ভাবেই চান না এঁরা।
8/10
তাই একা থাকতে পছন্দ করেন বৃষ রাশির জাতকরা। তাঁদের মতে, একা থাকলে নিজের মতো থাকা যায়। কোনও কিছুর সঙ্গে আপস করতে হয় না।
9/10
মেষ রাশির জাতকরা ব্যক্তি স্বাধীনতার সঙ্গে আপস করতে নারাজ। মানসিক ভাবে সাহস সঞ্চয়ের ক্ষেত্রেও এঁরা নিজেকেই যথেষ্ট বলে মনে করেন। এঁরা নিজের মতো থাকতে পছন্দ করেন।
10/10
বৃষ রাশির জাতকরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পছন্দ করেন। একা থাকলে কেরিয়ারে উন্নতি যেমন সম্ভব, তেমন নিজেকে বোঝা-চেনার সুযোগও বেশি থাকে বলে মত এঁদের।
Sponsored Links by Taboola