Zodiac Signs: দোকা নয়, একা থাকতে পছন্দ করেন এই রাশির জাতকরা
জীবনে চলার পথে সঙ্গীর প্রয়োজন হয় বইকি! সুখ-দুঃখ ভাগ করে নিতে, সাফল্য-ব্যর্থতা অনুভব করতে পাশে প্রয়োজন পড়ে বিশেষ জনের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কিছু রাশির জাতক এক্ষেত্রে ব্যতিক্রম। একা থাকতে পছন্দ করেন এঁরা। এমনকি সারা জীবন একাই কাটিয়ে দিতে চান।
কর্কট রাশির জাতকরা অত্যন্ত দয়াশীল হন। কারও থেকে কিছু গ্রহণ নয়, বরং নিজেকে বিলিয়ে দিতে পারেন। কিন্তু সামনের জনের থেকে একই প্রতিক্রিয়া না পেলে, সম্পর্ক-বিমুখ হয়ে পড়েন এঁরা।
কর্কট রাশির জাতকরা নিজের মতো থাকতে পছন্দ করেন। নিজেকে ভাল রাখতে অন্য কারও সাহায্যের প্রয়োজন নেই বলেই মনে করেন এঁরা।
বৃশ্চিক রাশির জাতকরা অত্যন্ত দৃঢ় মানসিকতার হন। এঁদের নিজস্ব পরিচিতি থাকে সাধারণত। নিজেকে ভাল রাখার যোগ্যতা এবং দক্ষতা দুই-ই রয়েছে এঁদের।
বৃশ্চিক রাশির জাতকরা সম্পর্কে জড়ান না এমন নয়। কিন্তু কিছুদিন চলার পরই সাধারণত সামনের জনের সঙ্গে খটাখটি লাগে। মনের মিল হয় না। তাই একা থাকাই পছন্দ এঁদের।
বৃষ রাশির জাতকরা অত্যন্ত স্বাধীনচেতা হন। এঁদের চিন্তাভাবনাও বাকিদের থেকে হয় আলাদা। সম্পর্কে দ্বন্দ্ব দেখা দিক, কোনও ভাবেই চান না এঁরা।
তাই একা থাকতে পছন্দ করেন বৃষ রাশির জাতকরা। তাঁদের মতে, একা থাকলে নিজের মতো থাকা যায়। কোনও কিছুর সঙ্গে আপস করতে হয় না।
মেষ রাশির জাতকরা ব্যক্তি স্বাধীনতার সঙ্গে আপস করতে নারাজ। মানসিক ভাবে সাহস সঞ্চয়ের ক্ষেত্রেও এঁরা নিজেকেই যথেষ্ট বলে মনে করেন। এঁরা নিজের মতো থাকতে পছন্দ করেন।
বৃষ রাশির জাতকরা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পছন্দ করেন। একা থাকলে কেরিয়ারে উন্নতি যেমন সম্ভব, তেমন নিজেকে বোঝা-চেনার সুযোগও বেশি থাকে বলে মত এঁদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -