Daily Astrology: কেমন কাটবে মঙ্গলবার? কী রয়েছে আপনার ভাগ্যে?
Horoscope Today: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
ফাইল ছবি
1/12
সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। প্রবল কাজের চাপে ক্লান্ত বোধ করতে পারেন। তাই প্রয়োজনীয় ওষুধ খেতে হবে। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। ব্যবসায় উন্নতি হতে পারে। সম্পর্কের বিষয়ে সচেতন হতে হবে। তাই স্বচ্ছতা বজায় রাখতে হবে। বন্ধন দৃঢ় করার দিকে লক্ষ্য রাখতে হবে।
2/12
কর্মক্ষেত্রে সমস্যা মেটানোর চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে তা মিটতে পারে। কাজে এনার্জি বাড়বে। ব্যবসায়ীরা কোনও সুযোগ পাবেন। কোনও নতুন ব্যবসা শুরু করার জন্য ভাল দিন। বিনিয়োগ করতে পারেন। নেতিবাচক ভাবনা আসতে পারে মনে। কোনও বিষয় নিয়ে বিবাদ বাড়তে পারে সঙ্গীর সঙ্গে। আয় বুঝে ব্যয় করুন।
3/12
কাজের চাপ বাড়বে। প্রয়োজনে সহকর্মীর পাশে থাকতে হবে। তাতে সামগ্রিকভাবে পরিবেশ ভাল থাকবে। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যথা বাড়তে পারে। ব্যবসায়ীদের নিজের ব্যবহারের প্রতি আরও বেশি নজর দিতে হবে। পড়ুয়াদের জন্য শুভ দিন। সাফল্যের মুখ দেখতে পারবেন। বৈআইনি কাজকর্মের বিষয়ে সতর্ক হতে হবে।
4/12
কর্মক্ষেত্রে কাজের চাপের পাশাপাশি মানসিক চাপ বাড়বে। তাতে মেজাজ বিগড়ে যেতে পারে। তাই ধৈর্য্য ধরতে হবে। ঘুম কম হওয়ার জন্য শরীরে অস্বস্তি বজায় থাকবে। যৌথ উদ্যোগে ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সঙ্গে মতাদর্শগত পার্থক্য থাকবে। তবে পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। কোনও দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ভাবনাচিন্তা করতে হবে।
5/12
মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবেন। অ্য়াজ়মার সমস্যা থাকলে তা থেকে এখনই মুক্তি মিলবে না। অবশ্যই মাস্ক ব্যবহার করুন। একমাত্র আত্মবিশ্বাসে ভর করেই এগিয়ে নিয়ে যেতে পারবেন ব্যবসা। অহংকারের ফল নেতিবাচক হতে পারে। তাই তাকে দূরে রেখে কথা বলুন। এমনকী আর্থিক ক্ষতিও হতে পারে। বৈবাহিক জীবন সুখের হবে।
6/12
অফিসের সমস্যাকে দূরে রাখুন। কোনও রকম রাজনীতির শিকার হবেন না। বুঝে চলতে হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। ত্বকের সমস্যায় ভুগতে পারেন। ব্যবসায় চিন্তা ভাবনা বদলাতে হবে। তবেই সাফল্য আসবে। কোনও সুযোগ অবহেলা করলে বড় বিপদ হতে পারে। সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
7/12
মনের কথা শুনে কাজ করুন। তবেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যবসায়ীদের তথ্যের বিষয়ে সতর্ক হতে হবে। যাবতীয় তথ্য এবং নথি রাখতে হবে সঙ্গে। স্বাস্থ্য ঠিক থাকবে। তাতে মনও থাকবে খুশি। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে।
8/12
কাজের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হতে হবে। তবে সাফল্য আসবে। মাথা যন্ত্রণার সমস্যায় ভুগতে পারেন। তাই পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুমের প্রয়োজন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ব্যবসায়ীদের আরও বেশি সতর্ক হতে হবে। পরিবারে যথেষ্ট সময় না দেওয়ার জন্য বিরাগভাজনের কারণ হতে পারেন।
9/12
সহকর্মীদের সঙ্গে ভাল সময় কাটবে। তাতে দিন ভাল যাবে। আবহাওয়া বদলের ফলে স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসার ক্ষেত্রে পণ্য কিনতে হতে পারে। গাড়ি খারাপ হয়ে যেতে পারে। মানসিক অবসাদ থাকলে তা কাটিয়ে উঠতে হবে। পরিবারে খুশির হাওয়া বজায় থাকবে।
10/12
এগিয়ে যাওয়ার জন্য ইতিবাচক এবং নেতিবাচক ভাবনার ভারসাম্য বজায় রাখতে হবে। তবেই সাফল্য আসবে। আর্থারাইটিসের সমস্যা থাকলে ব্যথা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে লোন নিতে হতে পারে। পড়ুয়াদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। কঠিন সময়ে সন্তানের পাশে থাকতে হবে বাবা মাকে।
11/12
কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। ক্লান্ত বোধ করবেন তাতে। যে কোনও বিষয়ে অধৈর্য্য হয়ে পড়তে পারেন। পায়ে আঘাত লাগতে পারে। তাই হাঁটাচলার বিষয়ে সতর্ক হতে হবে। ব্যবসায়ীদের শত্রু বাড়তে পারে। যাতে ক্ষতিও হতে পারে। পড়ুয়ারা বন্ধুর সাহায্যে সমস্যার সমাধান করতে পারবেন।
12/12
কর্মক্ষেত্রে আরও বেশি পরিশ্রম প্রয়োজন। মনোনিবেশের ফলেই কাজ শেষ করতে পারবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। সর্দি কাশির সমস্যায় ভুগতে পারেন। যৌথ উদ্যোগে ব্যবসার ক্ষেত্রে লাভের মুখ দেখবেন। সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়তে পারে। চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Published at : 14 May 2024 06:10 AM (IST)