Daily Astrology: কেমন কাটবে সোমবার? কী বলছে আপনার রাশিফল?
কর্মক্ষেত্রে বাকবিতণ্ডায় জড়াতে পারেন। তা সতর্ক থাকতে হবে। অপমানিত হতে পারেন। কাজে আলস্য আসতে পারে। বিকেলের পর কোনও পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়ীদের কাজের বিষয় সতর্ক হতে হবে। সরকারি কাজে বাধা আসতে পারে। এই সময় শান্ত থাকতে হবে। পরিবারে খুশির হাওয়া বজায় থাকবে। দোলের উৎসবে সামিল হতে পারবেন। অ্যাসিডিটির আশঙ্কা রয়েছে। তাই ভাজা না খাওয়াই ভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকর্মক্ষেত্র পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে হটকারিতা করা যাবে না। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হবে। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। লাভের মুখ দেখতে পারবেন। শেয়ার মার্কেটে বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। তরুণদের সতর্ক থাকতে হবে। সামাজিক কাজের পুরস্কার পাবেন। ক্লান্তির আশঙ্কা রয়েছে। প্রাণায়াম শুরু করতে পারেন। বাড়িতে শান্তির পরিবেশ থাকবে।
পরিস্থিতির উন্নতি হবে। তবে নিয়ম মেনে চলতে হবে। কোনও মিটিং চলাকালীন তা লিখে রাখুন তাতে কাজের ক্ষেত্রে সুবিধা হবে। কোনও মহিলা ব্যবসায়ে ইচ্ছুক হলে অনলাইন এডুকেশন দিকে নজর দিতে পারেন। তা লাভজনক হবে। বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। কোনও ওষুধ খাওয়ার ক্ষেত্রে নিয়ম মানতে হবে। চিকিৎসকে পরামর্শ মেনে ওষুধ খেতে হবে।
অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগভাজনের কারণ হতে পারেন। তাই কাজের সময় সতর্ক হতে হবে। ব্যবসায়ীদের ভাষার বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। খারাপ ব্যবহারে পুরনো ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। কোনও বড় চুক্তিও বাতিল হয়ে যেতে পারে। খাবারের ব্যবসায়ীদের জন্য ভাল সময়। লাভের মুখ দেখবেন। পেট খারাপের আশঙ্কা রয়েছে। তাই খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
সহকর্মীদের সাহায্য পাবেন। তাতে কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে। পাশাপাশি অনেকদিন ধরে জমে থাকা কাজও শেষ হবে। সরকারি আধিকারিক বা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্তদের জন্য ভাল দিন। সন্তানের সাফল্য মন খুশি থাকবে। তবে তার ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। যৌথ উদ্যোগে যাঁরা ব্যবসা করছেন তাঁরা তাঁদের পার্টনারের সঙ্গে সব বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নিন। স্বচ্ছতা বজায় রাখতে হবে। পুষ্টির অভাবে ব্যথা বাড়বে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আলসেমির জন্য কাজে দেরি হতে পারে।
সহকর্মীদের কাজের জন্য কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে। কথা বলে সমস্যা মিটিয়ে নিতে হবে। বিশেষ করে যাঁরা বাড়ি থেকে কাজ করেন, তাঁদের যোগাযোগের বিষয় আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। কোনও উচ্চশিক্ষার কোর্স করতে চাইলে শুরু করার জন্য আদর্শ সময়। ব্যবসা শুরু করার সময় অর্থাভাব হতে পারে। তবে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে সমস্যা হবে না। নতুন প্রজেক্ট শুরুর সম্ভাবনা রয়েছে। কোনও কাজে ভাল ফল পাবেন। ওষুধ খেতে ভুলবেন না। অকারণে দুশ্চিন্তা নয়।
নিজের স্বভাবের কারণে প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। কোনও আত্মীয় বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। কোনওরকম বিতণ্ডায় না জড়ানোই ভাল। কর্মক্ষেত্রের বর্তমান পরিস্থিতি যেমন হোক, তার জন্য চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেবেন না। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারবেন। স্ত্রী এবং সন্তানের সমর্থন পাবেন। দীর্ঘদিন ধরে চোখের সমস্যা থাকলে তা থেকে মুক্তি মিলবে। দোলের দিন পরিবারের সঙ্গে সময় কাটবে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগভাজনের কারণ হবেন। ভুল করলে তা স্বীকার করে নিন। তাতে সম্পর্ক ঠিক থাকবে। প্রেমের সম্পর্কে দারুণ সময়। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। সম্মান বৃদ্ধি পাবে। বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা থাকলে এটা আদর্শ সময় নয়। শারীরিক সমস্যা থাকলে সুস্থ হয়ে উঠবেন দ্রুত। দীর্ঘদিন ধরে সঙ্গী অসুস্থ থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
নতুন সমস্যা দেখা দিতে পারে। তাতে হতাশ হলে চলবে না। মানসিক অবসাদ কাটিয়ে উঠতে হবে। ইতিবাচক মনোভাবে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। শেয়ার মার্কেটে বিনিয়োগ লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারের পূর্ণ সমর্থন পাবেন। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হতে হবে। খাওয়াদাওয়ার দিকে নজর দিতে হবে। পরিবারে অশান্তি বাড়তে পারে। তাই দোলের উৎসবও খানিকটা ম্লান হতে পারে।
কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। তাই কাজের দিকে বেশি নজর দিতে হবে। তবেই সাফল্য আসবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ বাড়াতে হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। তবে প্রতিযোগীদের থেকে সতর্ক থাকতে হবে। পড়ুয়াদের বন্ধু নির্বাচনের বিষয় আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। কানের সমস্যায় ভুগতে পারেন। তাই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
অফিসে কাজের চাপ বাড়তে পারে। তাই আগে থেকেই মানসিক প্রস্তুতি রাখতে হবে। ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা। তাতে আর্থিক দিক থেকেও উন্নতি হবে। বন্ধু নির্বাচনের বিষয়ে সতর্ক হতে হবে। দিনের শেষে পরিবারকে সময় দিতে হবে। কাজের ক্ষেত্রে তুঙ্গে থাকবে এনার্জি। শারীরিক সমস্যার অবনতি হতে পারে। নিকট আত্মীয় বিয়োগের আশঙ্কা রয়েছে।
ভাষার বিষয়ে সতর্ক হতে হবে। কাউকে সাহায্য করতে দুবার ভাববেন না। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের কেরিয়ারে সাফল্যের সম্ভাবনা। কাজের ক্ষেত্র পরিবর্তন করতে চাইলে এটা আদর্শ সময়। ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা রয়েছে। শেয়ার বিনিয়োগে লোকসানের আশঙ্কা। কোনও বড় চুক্তির বিষয় সতর্ক হতে হবে। উচ্চ রক্তচাপের সমস্যা যাঁদের রয়েছে তাঁদের সতর্ক হওয়া প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -