Tulsi Pujan: সুখ-শান্তিতে ভরবে সংসার, হাতে আসবে টাকাও; এইভাবে করুন তুলসী গাছের পুজো
প্রতিদিন ২৫ ডিসেম্বর তুলসী পুজো দিবস পালন করা হয়। সারা বছর তুলসীর আরাধনা করলেও, এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় দিক তো বটেই স্বাস্থ্যের দিক থেকেও তুলসী অত্যন্ত প্রয়োজনীয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বিশেষ দিনে নিয়ম মেনে তুলসী গাছের পুজো করলে মনস্কামনা পূরণ হতে পারে। তুলসী গাছের উদ্দেশে কোনও কিছু দান করলে জীবনে সমৃদ্ধি, সুখ ও শান্তি নিয়ে আসে।
কী কী দান করবেন? তুলসী পুজোর দিন কিছু বিশেষ জিনিস দান করলে পুণ্যলাভ হয়। সমস্যা বা ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে, এই জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
হিন্দু ধর্মে লাল রং কে শক্তির আরেক রূপ হিসেবে মনে করা হয়। শুধু তাই নয়, এই রং অত্যন্ত শুভ। তুলসী পুজোর দিন লাল রঙের কাপড় দান করলে ইতিবাচক পরিবর্তন হতে পারে।
এই দিনে লাল কাপড় দান করলে শুধু সম্পত্তি বৃদ্ধি হয় না পাশাপাশি মানসিকভাবে শক্ত হতেও করে। খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাঁরা দিন কাটাচ্ছেন, তাঁদের জন্য এই পদ্ধতি অত্যন্ত প্রয়োজন।
তুলসী পুজোর দিন চাল দান করলে মিটতে পারে সমস্যা। মানসিক শান্তি বজায় রাখতে পারে। সমৃদ্ধির প্রতীক হিসেবেও মনে করা হয়। এই পদ্ধতি পরিবারে সুখ ও শান্তি বয়ে আনে।
তুলসী পুজোর দিন সিঁদুর দান অত্যন্ত শুভ। সিঁদুর দান বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এই দান মহিলাদের জন্য শুভ বলে বিবেচিত হয়। সৌভাগ্য এবং আশীর্বাদ মিলতে পারে এই পদ্ধতিতে।
সারাবছর তুলসী গাছ পুজোর কিছু বিশেষ নিয়ম রয়েছে। প্রতিদিন স্নান করে, কাচা পোশাকে, তুলসী গাছে জল দিতে হয়। জল ঢালার মন্ত্রোচ্চারণ করতে হয়।
রবিবার এবং একাদশীতে জল দিতে নেই। রবিবার তুলসী পাতা তুলতেও নেই। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রবিবার তুলসী গাছে জল দিলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -