Valentines Day : প্রেমে কোন রাশির কী পছন্দ ? কী না-পসন্দ ? জানুন ভ্যালেন্টাইন্স ডে-র আগে

Valentines Day Horoscope : কেমন যাবে এই বছর ভ্যলেন্টাইনস ডে ? রাশি অনুযায়ী প্রেমিক হিসেবে কেমন আপনি ?

Valentines Day : প্রেমে কোন রাশির কী পছন্দ ? কী না-পসন্দ ? জানুন ভ্যালেন্টাইন্স ডে-র আগে

1/12
এই ভ্যালেন্টাইনস ডে এই রাশির জাতকদের জন্য মিশ্র ফল নিয়ে আসবে। মেষ রাশির জাতকরা দুঃসাহসিক এবং উদ্যমী এবং তারা বিস্ময় পছন্দ করেন।
2/12
বৃষ রাশির জাতকদের সবাই একগুঁয়ে বলে। ওঁরা দয়ালু প্রকৃতির হন। এঁরা অনুগত এবং প্রতিশ্রুতিবদ্ধ প্রেম করেন।
3/12
এই রাশির জাতকদের জন্য ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স বিশেষ হতে চলেছে। এই রাশির রাশির জাতক জাতিকারা নিজেদের অত্যন্ত ভালো ভাবে প্রকাশ করতে পারে।
4/12
এই রাশির মানুষরা খুব রোমান্টিক। রূপকথার রোম্যান্সে অনুপ্রাণিত হন তাঁরা। উপহার কার্ড, টেডি এই জাতীয় উপহার এঁরা ভালবাসে।
5/12
সিংহ রাশির জালক জাতিকারা আনুগত্য এবং ভালবাসার জন্য পরিচিত, এবং ভ্যালেন্টাইনস সপ্তাহ ভালবাসা ও স্নেহ প্রকাশ করার একটি সময়। সিংহ রাশির জাতকরা তাঁদের সঙ্গীকে রোমান্টিক ডেটে নিয়ে যেতে চান।
6/12
ফুল এবং উপহার কন্যা রাশির জাতকরা খুব পছন্দ করেন। তারা ভ্যালেন্টাইনস ডে-তে এগুলি না পেতে ঝগড়া করতে পারেন। আবেগের থেকেও বেশি যুক্তি - বুদ্ধিতে মন দেন এঁরা।
7/12
প্যাশন হল এমন একটি শব্দ যা বৃশ্চিক রাশির জাতকদেক জন্য খুব গুরুত্বপূর্ণ। ভ্যালেন্টাইনস ডে নিয়ে চিন্তা করার সময় এঁরা প্রথম প্যাশনের কথাই মনে করেন। তারা মন থেকে আবেগকে আলাদা করতে পারে না ।
8/12
এই রাশির জাতক - জাতিকারা সত্য এবং অকৃত্রিম প্রেমে বিশ্বাস করে। তাঁরা হালকা ফ্লার্ট পছন্দ করেন না। ভাসা ভাসা ভঙ্গিতে ভালবাসা তাঁদের না-পসন্দ।
9/12
এই রাশির জাতক - জাতিকারা সত্য এবং অকৃত্রিম প্রেমে বিশ্বাস করে। তাঁরা হালকা ফ্লার্ট পছন্দ করেন না। ভাসা ভাসা ভঙ্গিতে ভালবাসা তাঁদের না-পসন্দ।
10/12
মকর রাশির জাতকরা যুক্তিবাদী এবং বাস্তববাদী। তারা উপহার এবং ফুল দিয়ে সন্তুষ্ট হবে না। তারা কমিটমেন্টে বিশ্বাসী। তারা প্রকাশ্যে রোমান্টিক কাজকর্মে লিপ্ত হতে পছন্দ করে না।
11/12
কুম্ভ রাশি জাতকরা তাঁদের অনুভূতি প্রকাশ্যে প্রকাশ করে না। তারা খুব ব্যক্তিগত রাখায় বিশ্বাসী। তাঁরা রোম্যান্সের চেয়ে যুক্তিবাদী সম্পর্কে বেশি বিশ্বাসী। এঁরা সর সময় নতুন মানুষের সঙ্গে দেখা করতে ভালোবাসে।
12/12
মীনরা সবই নেওয়ার চেয়ে দেওয়ার বিষয়ে আগ্রহী। এঁরা সব রাশির মধ্যে সবচেয়ে বেশি উদার হৃদয় । তাঁরা ভালবাসার জন্য সীমানা পের হয়। মান রাশির জাতকদের বন্ধু, পরিবারের মানুষজনের সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকবে ।
Sponsored Links by Taboola