Wall Clock Vastu: পূর্ব-পশ্চিম, না উত্তর-দক্ষিণ? গোল না চৌকো? দেওয়াল ঘড়ির উপরই নির্ভর করে সংসারের সমৃদ্ধি
Vastu Tips: ঘড়ি কিনে ঝুলিয়ে দিলেই হল না। বাস্তু অনুযায়ী সঠিক জায়গা বাছাও জরুরি। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/13
হাতে স্মার্টফোন চলে এলেও, বাড়িতে দেওয়াল ঘড়ি থাকে আমাদের প্রত্যেকেরই। কিন্তু দেওয়ালে ঘড়ি ঝুলিয়ে দিলেই হল না।
2/13
বাস্তু অনুযায়ী, বাড়ির কোথায় দেওয়াল ঘড়ি ঝোলাচ্ছেন, তার উপর সুখ, শান্তি ও সমৃদ্ধিও নির্ভর করে।
3/13
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকের দেওয়ালে ঘড়ি ঝোলানোই আদর্শ। দক্ষিণ দিকের দেওযালে ঝোলানো উচিত নয় ঘড়ি।
4/13
কোনও ভাবে যদি পূর্ব বা উত্তর দিকের দেওয়ালে ঘড়ি ঝোলানো সম্ভব না হয়, সেক্ষেত্রে পশ্চিম দিকের দেওয়ালে থাক ঘড়ি।
5/13
হিন্দু সংস্কৃতি অনুযায়ী, সম্পদের দেবতা কুবের উত্তরের শাসক। দেবতাদের রাজা ইন্দ্র পূর্বের অধিপতি। তাই উত্তর অথবা পূর্ব দিকে ঘড়ি ঝোলালে সমৃদ্ধি বাড়বে।
6/13
বাড়িতে ঢোকার ঠিক মুখেই দেওয়াল ঘড়ি ঝোলাবেন না। ঘরের দরজার উপরেও দেওয়াল ঘড়ি না ঝোলানো উচিত।
7/13
শোয়ার ঘরে দেওয়াল ঘড়ি ঝোলালে, তা যেন পূর্বদিকের দেওয়াল হয়। অন্যথায় উত্তর দিকের দেওয়ালে। দক্ষিণ দিকে মাথা করে ঘুমালে ঘড়ি থাকুক উত্তর দিকের দেওয়ালে।
8/13
বিছানা থেকে দূরে রাখুন দেওয়াল ঘড়ি। উত্তর অথবা পূর্ব দিকের দেওয়ালে ঘড়ি ঝোলালে, বিছানা থেকে যেন দূরত্ব বেশি হয়।
9/13
দেওয়াল ঘড়ি হোক বা ক্যালেন্ডার, কখনও বাড়ির বাইরে ঝোলাবেন না।
10/13
ঘড়িতে সময় এগিয়ে রাখুন খানিকটা। কখনওই যেন কাঁটা পিছিয়ে না থাকে। ব্য়াটারি শেষ হওয়ার আগেই পাল্টে নিন। ঘড়ি বন্ধ যেন না হয়।
11/13
ঘড়ি সচল রয়েছে কি না নজর রাখুন। পরিষ্কার রাখুন ঘড়ি, দেখুন কাচ যেন না ভাঙে। বন্ধ ঘড়ি বাড়িতে রাখা ঠিক নয়।
12/13
ত্রিকোণ, চতুর্ভুজ নয়, দেওয়াল ঘড়ি হোক গোল। বাস্তু অনুযায়ী সেটিই আদর্শ। ঘড়ির রং হালকা হওয়াই ভাল-সাদা, হালকা ধূসর, হালকা নীল, হালকা সবুজ বা ক্রিম। উত্তরের দেওয়ালে ঘড়ি ঝোলালে ধাতবস সাদা বা ধবসর রং বাছুন। পূর্ব দিকের দেওয়াল হলে কাঠের রং বা গাঢ় বাদামি ঘড়ি কিনতে পারেন। গাঢ় সবুজও চলবে।
13/13
শোয়ার ঘরে পেন্ডুলাম লাগানো ঘড়ি রাখবেন না। অন্য ঘরে রাখুন। তবে দেখবেন, পেন্ডুলাম যুক্ত ঘড়ি যেন পূর্বের দেওয়ালে থাকে। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ।
Published at : 09 Mar 2025 08:16 AM (IST)