Vastu Tips: স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-অশান্তি-তিক্ততা লেগেই আছে? ঘরে এই জিনিসগুলি রাখেননি তো?

বাস্তু মতে, শোবার ঘরে কিছু জিনিস রাখা উচিত না। এইগুলি ব্যক্তির শক্তি ও আচরণে খারাপ প্রভাব ফেলে। ঘর থেকে ৩টি জিনিস সরান।

Continues below advertisement

বাস্তু অনুসারে কোন জিনিসগুলি বেডরুমে রাখবেন না?

Continues below advertisement
1/6
বাস্তু শাস্ত্র অনুসারে, শয়নকক্ষে জিনিসপত্রের সঠিক স্থান নির্বাচন করা অত্যন্ত জরুরি। এমন কিছু জিনিস আছে যা শয়নকক্ষে রাখা উচিত নয়, কারণ সেগুলি শক্তি এবং স্থিতিশীলতার উপর খারাপ প্রভাব ফেলে। আসুন জেনে নেওয়া যাক সেই ৩টি জিনিস যা শয়নকক্ষে রাখা এড়িয়ে যাওয়া উচিত।
2/6
বাস্তুশাস্ত্রে ঘর নিয়ে অনেক ধরনের নিয়ম পালন করা হয়। যদি আমরা জিনিসপত্র সঠিক ভাবে রাখি, তাহলে অজান্তেই আমাদের চিন্তা করার ক্ষমতার উপর প্রভাব পড়ে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে, কিছু জিনিস সঠিক স্থানে রাখা খুবই জরুরি।
3/6
বাস্তু শাস্ত্র অনুসারে, দেবদেবীর মূর্তিগুলি পূজা কক্ষে রাখা উচিত। অন্য কোথাও রাখলে ভয় ও উদ্বেগ সৃষ্টি হতে পারে, যার ফলে দাম্পত্য কলহ দেখা দিতে পারে। শোবার ঘর বাদে এমন মূর্তি নির্বাচন করুন যা সুখ ও শান্তি প্রদান করে।
4/6
বাস্তু শাস্ত্র অনুসারে, শস্য জাতীয় খাদ্যদ্রব্য শোবার ঘরে রাখলে দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। খাদ্য ও পানীয় সামগ্রী শোবার ঘরে রাখলে পোকামাকড় ও জীবাণুও আকৃষ্ট হয়, যা স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলে।
5/6
শয়নকক্ষে অনেকে আয়না লাগাতে পছন্দ করেন। যদিও এর নেতিবাচক প্রভাব স্থানগুলির উপর নির্ভর করে। আয়নায় কখনও বিছানার প্রতিবিম্ব দেখা যাওয়া ভালো বলে মনে করা হয় না। আপনি যদি শয়নকক্ষে বিছানার সামনে আয়না লাগান, তবে এমনটা করলে মনের শান্তি বিঘ্নিত হতে পারে। তাই শয়নকক্ষে আয়না এমন স্থানে রাখুন যেখান থেকে বিছানার প্রতিবিম্ব দেখা না যায়।
Continues below advertisement
6/6
বাস্তু শাস্ত্রের অর্থ হল সঠিক জিনিসগুলিকে সঠিক স্থানে রাখা। যদি আমরা এটি অনুসরণ করি তবে নিশ্চিতভাবে আমাদের ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola