Weekly Horoscope: চলতি সপ্তাহেই সূর্যগ্রহণ, দেখুন- কী প্রভাব পড়বে রাশিফলে
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী,আগামী সপ্তাহটি রাশিচক্রের প্রভাবের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক ৭ থেকে ১৩ জুন পর্যন্ত সপ্তাহের রাশিফল। আগামী ১০ জুন সূর্য গ্রহণ। বৃষ রাশি ও মৃগশিরা নক্ষত্রে এই সূর্যগ্রহণ। গ্রহণ শুরু হবে দুপুর ১.৪২ টায়। শেষ হবে ৬.৪১ টায়। জন্ম রাশিচক্রে বৃষ রাশি কোথায় অবস্থান করছে, সেই অনুসারে রাশিচক্রের ফলাফল প্রভাবিত হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেষ- পরিবার ও আর্থিক সঞ্চয়ের দ্বিতীয় ঘরে সূর্যগ্রহণ হচ্ছে। এই রাশির জাতকের স্বাস্থ্যের ক্ষেত্রে সময়টা ভালো যাবে না। পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই খাবার-দাবার সম্পর্কে সতর্ক থাকতে হবে। কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখে পড়তে হতে পারে। মাথা ঠাণ্ডা রেখে হাতের কাজ শেষ করার দিকে মনোনিবেশ করতে হবে। ঋণ নেওয়া থেকে বিরত থাকাই ভালো। বাড়িতে মনোনিবেশ করার জন্য পরিবারিক সম্পর্কের উন্নতি হবে। তবে এক্ষেত্রে কাজের চাপ কিছুটা প্রভাব ফেলতে পারে। পেশা ও পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখুন। এক্ষেত্রে ধারাবাহিকতা দীর্ঘমেয়াদে সুফল এনে দেবে।
বৃষ- সূর্যগ্রহণ হচ্ছে এই রাশির জাতকের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও মর্যাদার প্রথম ঘর বা লগ্নে। চলতি সপ্তাহে কোনও রোগ বা অ্যালার্জি নতুন করে দেখা দিতে পারে। শক্তি ও উদ্যমে কিছুটা ঘাটতি থাকতে পারে। ঝুঁকি নেওয়া এড়িয়ে চলতে হবে। পেশার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কঠিন সময়ে আপনার উপস্থিতিই অনেকের কাছে সহায়ক হয়ে উঠতে পারে। তাঁদের কথা শুনলেও সম্পর্ক মজবুত হতে পারে। বিবাহিতদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। কারণ স্বামী ও স্ত্রীর মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। সম্পত্তি বা স্থাবর সম্পত্তিতে লগ্নি এড়িয়ে চলতে হবে। কারণ প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে।
মিথুন-এই রাশির জাতকের ব্যয়, অসুস্থতা ও বিদেশ ভ্রমণের দ্বাদশ ঘরে পড়ছে এই সূর্যগ্রহণ। সেজন্য খরচের ব্যপারে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। ব্যবসায়ীদের পক্ষে সময় অনুকূল। ব্যবসা বৃদ্ধির জন্য লগ্নির পরিকল্পনায় অগ্রসর হওয়ার ক্ষেত্রে বাধা নেই। চাকরিজীবীদের ক্ষেত্রে কেরিয়ারে ইতিবাচক মোড় আসতে পারে। পেশা ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখুন। বিষয়টি স্থায়ী করতে কয়েকটি বিষয়ে পরিবর্তন ঘটাতে হতে পারে। কাজ বা পড়াশোনার জন্য বিদেশে যেতে আগ্রহীরা ভালো খবর পেতে পারেন।নিজেকে সংযত রাখতে ধ্যান করুন।
কর্কট- এই রাশির জাতকের চন্দ্র স্থানের একাদশ ঘরে সূর্যগ্রহণ। আর্থিক লেনদেন সম্পর্কে সতর্ক থাকতে হবে। কারণ, আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। শেয়ার বাজারের মতো ফাটকায় লগ্নি এড়িয়ে চলাই ভালো। আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্তদের আর্থিকভাবে সময় তুলনামূলকভাবে ভালো থাকবে। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। ভাই-বোন ও বন্ধুদের সঙ্গে মতভেদ দেখা দিতে পারে। তাই তাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। ব্যায়াম ও ভালো খাবার স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো হবে।
সিংহ-কেরিয়ার, পদ ও মর্যাদার দশম ঘরে সূর্যগ্রহণ। চলতি সপ্তাহে বাড়ি ও অফিসে কাজ ও দায়িত্বের বোঝা বাড়বে। বদলির জন্য যাঁরা অপেক্ষা করছেন, তাঁদের পক্ষে সময় অনুকূল। দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা ও সমস্যার মুখে পড়তে হতে পারে। বাবা-মা বিশেষ করে, বাবার শরীর খারাপ হতে পারে। তাই বাবা-মায়ের সেবাযত্নের দিকে নজর দিতে হবে।রুটিন চেকআপে নিয়ে গেলে ভালো। সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কঠোর পরিশ্রম করতে হবে। আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে। ফলে আত্মচিন্তা ও নতুন কোনও দক্ষতার জন্য প্রয়াস নিতে হবে।
কন্যা- জনক, আধ্যাত্মিকতা ও লম্বা ভ্রমণের নবম ঘরে এই সূর্য গ্রহণ। বিদেশে যাওয়ার জন্য যাঁরা সাগ্রহে অপেক্ষা করছেন, তাঁদের পক্ষে অত্যন্ত সুসময়। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা। চলতি সপ্তাহে কিছু জরুরি চুক্তি বা নথিতে স্বাক্ষর করতে হতে পারে। বিয়ের কথাবার্তা চললে ধৈর্য্য ধরুন, পরিকল্পনায় কিছুটা দেরি করলে ভালো। সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে গ্রহণ-পর্ব ভালো নয়। দাদা বা দিদির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। বাবার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
তুলা-নবম লগ্নে সূর্যগ্রহণ। এর ইঙ্গিত হল, বাধা, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ও অপ্রত্যাশিত ঘটনা।লগ্নির ক্ষেত্রে অনুকূল সময় নয়। চাকরি বা ব্যবসায় আগ্রহের অভাব দেখা দিতে পারে, যা পেশাদার ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে উঠতে পারে। চিন্তাভাবনা উদ্বেগ বাড়াতে পারে। প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের পক্ষে পরিস্থিতি অনুকূল। স্বামী বা স্ত্রী-কারুর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক উদ্বেগ কাটাবে ও মনোযোগ বৃদ্ধি করবে।
বৃশ্চিক- বিবাহ, অংশীদারিত্ব ও ব্যবসা সংক্রান্ত সপ্তম ঘরে এই সূর্যগ্রহণ। এই সময়ে নতুন সুযোগের রাস্তা খুলে যেতে পারে, তবে ঝুঁকি এড়িয়ে চলতে হবে। অবহেলার কারণে দাবি কিছু সামগ্রী খোয়ানোর আশঙ্কা। পরিবারের লোকজনের হস্তক্ষেপের কারণে দাম্পত্যে সমস্যা দেখা দিতে পারে। যাঁরা একা তাঁরা সঙ্গী খোঁজার দিকে মন দিতে পারেন। তবে ভাবনাচিন্তায় ত্রুটির কারণে ভুল সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।
ধনু- রোগ, আইনি বিষয়, প্রতিযোগিতার ষষ্ঠ ঘরে এই সূর্যগ্রহণ। পেশার ক্ষেত্রে অতীতের ধারাবাহিকতার জন্য পদোন্নতি হতে পারে। প্রতিযোগীদের পিছনে ফেলে নতুন পদ পেতে পারেন। সহজে ঋণ মিলতে পারে, যা আর্থিক সমস্যার সমাধামে সহায়ক হবে। তবে আইন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। ভ্রমণও এড়িয়ে চলতে হবে। ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিবাহিতদের প্রেমের সম্পর্কে অনুরাগ বৃদ্ধি জন্য সচেষ্ট হতে হবে। নাহলে সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে।
মকর- সন্তান, প্রেম ও শিক্ষা ক্ষেত্রের পঞ্চম ঘরে সূর্যগ্রহণ। ফলে সন্তানের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ আসবে। সন্তানের জন্ম হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। সম্পত্তি কিনতে চাইলে বা বাড়ি সংস্কার করতে চাইলে সময় অনুকূল। পড়ুয়াদের পড়াশোনায় অধিক মনোযোগ দিতে হবে। দাদা-দিদিদের দাম্পত্য সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। চাকরি পরিবর্তনের অনুকূল সময় নয়। বর্তমান চাকরিতেই নিজের সেরা দেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সমস্যার সমাধানের সৃষ্টিশীল উপায় খুঁজুন।
কুম্ভ-লগ্নের চতুর্থ ঘরে সূর্যগ্রহণ। ফলে এই সপ্তাহে কিছু অসুখী ও অসন্তুষ্টির অনুভূতি থাকতে পারে। জমি বা রিয়েল এস্টেটে লগ্নি এড়িয়ে চলুন। বাড়ির মেরামতির জন্য ব্যয় হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কেরিয়ারের দিক থেকে বিদেশ যাওযার সম্ভাবনা প্রবল। বাসস্থান বদল হতে পারে। কাজ নিয়ে কঠোর পরিশ্রম করতে হতে পারে। বদলি বা বিভাগ বদলের সম্ভাবনায় উৎসাহ থাকবে। যাঁরা একা তাঁর সঙ্গীর খোঁজ পেতে পারেন।
মীন- লগ্নের তৃতীয় ঘরে সূর্যগ্রহণ। নতুন কিছু শুরুর অনুকূল সময়। বকেয়া পরিকল্পনা ও কাজকর্ম সম্পূর্ণ করুন। অর্থলাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নতুন কোনও সুযোগের কথা বিবেচনা করে দেখতে পারেন। সৃষ্টিশীলতা বৃদ্ধির জন্য দক্ষতা বৃদ্ধির সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পেটের সমস্যা ভোগাতে পারে। শিক্ষার ক্ষেত্রে সূর্যগ্রহণ পর্ব শুভ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -