Yogini Ekadashi 2024 : আজ যোগিনী একাদশীতে ৪ বিশেষ যোগের সমাপতন, কীভাবে খুলে দেবে আপনার ভাগ্য ?
যোগিনী একাদশী ২ জুলাই। এবার এই তিথিতে ৪ টি শুভ যোগের সমাপতন হচ্ছে। একাদশী তিথিকে সনাতন ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতি মাসে দুবার একাদশীর উপবাস পালন করা হয়। একটি কৃষ্ণপক্ষে । অন্যটি শুক্লপক্ষে। মানুষের বিশ্বাস, একাদশী তিথিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো করলে সেই ব্যক্তি শুভ ফল লাভ করেন
আজ যোগিনী একাদশী। ভক্তদের বিশ্বাস, এই ব্রত করে নাকি শাপমুক্তি হয়েছিল কুষ্ঠরোগীরও । এই ব্রত শুদ্ধ মনে করলে নাকি জীবনের সব পাপ ধুয়ে মুছে যায়।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, যাঁরা দীর্ঘকালীন রোগে ভুগছেন, বা যাঁদের প্রিয়জন স্বাস্থ্য সঙ্কটে আছেন, তাঁদের এই একাদশী পালনের পরামর্শ দেওয়া হয়। এই একাদশী পালনে শরীরের যাবতীয় ব্যাধি নাশ হয়।
যোগিনী একাদশীতে ধৃতি যোগ গঠিত হচ্ছে। এই দিনে ধৃতি যোগ সকাল ১১:১৭ পর্যন্ত থাকছে। এর পরে শূল যোগ গঠিত হবে।
হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, ধৃতি যোগে ভগবান বিষ্ণুর উপাসনা করা অত্যন্ত ফলদায়ক । এছাড়া যোগিনী একাদশী তিথিতে ত্রিপুষ্কর যোগও গঠিত হচ্ছে।
এই ত্রিপুষ্কর যোগ যোগ সকাল ৮টা ৩৭ থেকে থেকে তৈরি হচ্ছে। থাকবে ৩ জুলাই ভোর ৪টে ৪০ পর্যন্ত।
এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগও যোগিনী একাদশী তিথিতে গঠিত হচ্ছে। এই যোগ সকাল সাড়ে ৫ টা থেকে গঠিত হচ্ছে ।
এছাড়াও আজকের দিনেই ছিল শিববাস যোগও, সকাল ৮ টা ৪২ পর্যন্ত। এই সময় ভগবান শিবের অভিষেক করলে সাফল্য আসে। এছাড়া সারাদিনই ভগবান শিব ও বিষ্ণুর উপাসনা করা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -