Zodiac Facts: আকর্ষণের কেন্দ্রে থাকতে চান এঁরা! মনোযোগ না পেলে?
Zodiac Tips: কোনও ব্যক্তির ব্যবহার কিছুটা হলেও নির্ভর করে তাঁর রাশির উপর। ব্যক্তিত্ব কেমন হবে, কিছুটা হলেও সেটা নির্ভর করতে পারে রাশির উপর।
নিজস্ব চিত্র
1/9
অন্যের নজরে পড়তে কার না ভাল লাগে। কিন্তু কিন্তু কারও কারও ক্ষেত্রে এই চাহিদা অনেক বেশি থাকে। মনোযোগ পাওয়ার আকাঙ্খা কিন্তু নির্ভর করে রাশির উপরেও
2/9
কিছু কিছু রাশির জাতকরা তুলনায় অনেকটাই বেশি মনোযোগ পেতে চান। ঘনিষ্ঠ ব্যক্তি হোক বা সামাজিক অনুষ্ঠান, তাঁরা সবসময়েই আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চান।
3/9
এই বিষয়টিকে ভিত্তি করে ১২ টির মধ্যে ৪টি রাশিকে বেছে নেওয়া যায়, যে ৪ রাশির জাতকরা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আসতে সবচেয়ে বেশি আগ্রহী হন।
4/9
সিংহ রাশি: প্রথমেই কথা বলতে হবে সিংহ রাশির। এই রাশির জাতকরা সবসময়েই আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চান।
5/9
মজার লোক হন এরা। মনোযোগ পাওয়ার আকাঙ্খা রয়েছে। লোকজনকে মাতিয়ে রাখতে পারেন এরা।
6/9
মেষ রাশি: আকর্ষণের কেন্দ্রে থাকতে ভালবাসেন মেষ রাশির জাতকরা। কাজের জায়গায় হোক বা পারিবারিক ক্ষেত্রে-সর্বত্র একই বাসনা থাকে তাঁদের।
7/9
বৃশ্চিক রাশি: যে কোনও সামাজিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রে থাকেন তাঁরা। উৎসাহ-উদ্দীপনায় ভরপুর থাকেন এঁরা। ফলে স্বাভাবিকভাবেই এঁদের প্রতি আকৃষ্ট হন অনেকে।
8/9
মিথুন রাশি: যে কারও সঙ্গে সহজে মিশে যেতে পারেন মিথুন রাশির জাতকরা। যে কোনও বিষয়কে চিত্তগ্রাহক করে তুলতে পারেন এঁরা। মনোযোগ পাওয়ার বাসনাও থাকে এঁদের।
9/9
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
Published at : 31 May 2023 01:55 PM (IST)