Car News: পোর্শের নতুন গাড়ি এসে গেল বাজারে, ফিচার্স, দামের দিক দিয়ে কী নতুনত্ব প্যানোমেরা ২০২৪ মডেলে ?
ভারতে একটা নতুন প্রজন্মের পোর্শে মডেল এসে গেল বাজারে। এটা একটা লাক্সারি সেডান। এই সেডানের দাম ধার্য করা হয়েছে ১.৬৯ কোটি টাকা। প্যানামেরার এটি তৃতীয় প্রজন্মের মডেল। এটি এই সংস্থার সবথেকে দামী সেডান হতে চলেছে। একটা স্পোর্টিং এজ থাকছে এই গাড়ির মধ্যে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন এই প্যানামেরা আদপে একটি লম্বা আকারের গাড়ি যার দৈর্ঘ্য ৫০৫২ মিমি কিন্তু একটা স্পোর্টিয়ার লুক আছে এই গাড়িতে। পোর্শের এই নতুন মডেলে ৯১১ স্টাইলিং ধরা দিয়েছে বলা চলে। এতে থাকছে নতুন হেডল্যাম্প, নতুন এয়ার ইনটেক প্লাস, লোয়ার ও ওয়াইডার তাঁর সঙ্গে থাকছে অ্যালয় হুইলও।
অন্যান্য ডিজাইন ডিটেইলসের মধ্যে রয়েছে ফ্রেমলেস রিয়ার উইন্ডো, স্লোপিং রুফলাইন যা একে স্পোর্টিয়ার লুক দিয়েছে।
রিয়ার স্টাইলিংয়ে রয়েছে চওড়া টেইল ল্যাম্প এবং একটা নতুন বাম্পার ডিজাইন। তবে ইন্টিরিয়রেও বেশ খানিক বদল এসেছে।
নতুন পোর্শে সিয়ানের মত লুক এসেছে এই গাড়িতে। নতুন প্যানেমেরা একটা রিডিজাইন ড্যাশবোর্ড পেয়েছে। এতে আছে একটা নতুন ১২.৬ ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে, নতুন ১২.৩ ইঞ্চির ডিজিটাল ইনফোটেইনমেন্ট সিস্টেম আর তাঁর সঙ্গে হ্যাপটিক ফিডব্যাক কনট্রোল।
এতে একটা নতুন গিয়ার সিলেক্টরও আছে, যা কিনা অনেক জায়গা বাড়িয়ে দেয় গাড়ির ভিতরে। যাত্রীরা এই গাড়িতে ১০.৯ ইঞ্চির একটা আলাদা স্ক্রিন পাবেন যাতে বিনোদনের হাজার ঠিকানা থাকছে।
নতুন স্টিয়ারিং হুইল এসেছে গাড়িতে। এর রিয়ার সিটের আরাম অনেকটাই বেশি। স্পেসও অনেকটা বেশি। পিছনে থাকছে একটা বিরাট বড় স্ক্রিন।
টপ এন্ডের কোয়ালিটি ও কাস্টমাইজেশন থাকছে এই গাড়িতে। একটা বড় গ্লাসরুফ এর অন্যতম বড় নজির।
ভারতের বাজারে ২.৯ লিটার ভি৬ টুইন টার্বো পেট্রোলের ইঞ্জিন নিয়ে হাজির হচ্ছে। এর সঙ্গে থাকছে ৮ স্পিডের পিডিকে অটোমেটিক। রিয়ার হুইল ড্রাইভও এর অনেকটাই বেশি।
২০১৩ সালে এই মডেলের ৯১৪ ইউনিট বিক্রি হয়েছিল যা কিনা পোর্শের মডেলের সবথেকে বেশি বিক্রি রেকর্ড ছুঁয়ে ফেলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -