১০ হাজার টাকা সস্তায় মিলছে এই সংস্থার স্কুটার, রেঞ্জ-মাইলেজ কত ভাল ?
এবার গ্রাহকদের জন্য দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাম্পিয়ার। বৈদ্যুতিন স্কুটার (Ampere Electric Scooter) যাতে আরও সস্তায় পেতে পারেন গ্রাহকরা, সেই চেষ্টা করছে সংস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১০ হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে এই সংস্থার কিছু কিছু মডেলের দাম। দেখে নিন এই সুযোগে কোন কোন মডেল সস্তায় ঘরে আনতে পারবেন।
ম্যাগনাস স্কুটারের (Ampere Magnus E-Scooter) দুটি ভার্সন LT এবং Magnus EX-এ বিপুল হারে ছাড় পাওয়া যাচ্ছে। ছাড় দেওয়ার পর এখন এই দুটি ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে যথাক্রমে ৮৪,৯০০ টাকা এবং ৯৪,৯০০ টাকায়।
এটি একটি ৬০ ভোল্ট ২৮ অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক সহ আসে বাজারে। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই স্কুটারে যাওয়া যাবে ৮৪ কিমি। এর সর্বচ্চ গতি উঠবে ৫০ কিমি প্রতি ঘণ্টায়।
একইসঙ্গে দাম কমেছে অ্যাম্পিয়ার রিও লি প্লাসের। এই স্কুটার (Ampere Rio Li Plus) এখন মাত্র ৫৯,৯০০ টাকায় পাওয়া যাবে বাজারে।
এটি যদিও স্কুটারের এক্স শোরুম দাম। বাজারে যদিও শুধুমাত্র একটিই ভার্সন পাওয়া যায় রিও লি প্লাসের। শহরের মধ্যে চালানোর জন্য কম গতির এই স্কুটার বেশ উপযোগী।
১.৩ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে এতে যা কিনা একবার চার্জে ৭০ কিমি পথ যেতে সাহায্য করে।
রিও লি প্লাসের সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টায়। মূলত এটি কম গতির স্কুটারের সেগমেন্টেই আসে।
এখন প্রথম সারির ইলেকট্রিক স্কুটার বলতেই মনে আসে ওলার কথা। ওলার S1-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে অ্যাম্পিয়ারের ম্যাগনাস ই-স্কুটার।
তবে এই অফার বেশিদিন পর্যন্ত চলবে না বলেই মনে করা হচ্ছে। এই সুযোগে সস্তায় বৈদ্যুতিন স্কুটার কিনতে চাইলে অ্যাম্পিয়ারের এই সুযোগ হাতছাড়া করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -