Auto Expo 2023 Photos: অটো এক্সপো ২০২৩- এর প্রথম দিন কোন কোন বাইক প্রকাশ্যে এল, দেখে নিন ছবিতে
শুরু হয়ে গিয়েছে অটো এক্সপো ২০২৩। তিনবছর আয়োজিত হয়েছে এই ইভেন্ট। দিল্লির প্রগতি ময়দানে চলছে অটো এক্সপো ২০২৩। এই ইভেন্ট চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিভিন্ন নতুন গাড়ির পাশাপাশি এই ইভেন্টে আত্মপ্রকাশ করেছে বেশ কয়েকটি বাইকও। তাদের ফিচারও বেশ নজরকাড়া। দেখে নেওয়া যাক অটো এক্সপো ২০২৩ ইভেন্টে কী কী বাইক লঞ্চ হয়েছে।
অটো এক্সপো ২০২৩- এ প্রকাশ্যে এসেছে বেন্ডা এলএফসি ৭০০ বাইক। কালো রঙের এই বাইক আকার, আয়তনে যথেষ্টই ওজনদার অর্থাৎ বাইকটি ভারী।
এই বাইকে রয়েছে এলইডি হেডলাইট। ৬৮০ সিসি'র একটি ইঞ্জিন রয়েছে এই বাইকে। সঙ্গে রয়েছে টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল। নজর কেড়ে নেবে এই বাইকের চাকার মোটা টায়ার। এখনও এই বাইক লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা না গেলেও, খুব তাড়াতাড়ি এই বাইক ভারতের বাজার কাঁপাতে আসছে বলেই খবর।
আহমেদাবাদের ইলেকট্রিক ভেহিকেল স্টার্ট আপ ম্যাটার এনার্জি অটো এক্সপো ২০২৩- এ প্রকাশ করেছে তাদের দুটো ইলেকট্রিক বাইক Concept UT এবং Concept Exe। এই দুই বাইক ভারতে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
তালিকায় রয়েছে Keeway SR250। আগের মডেল Keeway SR125- এর থেকে নতুন বাইকের দাম ৩০ হাজার টাকার বেশি। ভারতে এই নিও রেট্রো বাইকের দাম শুরু হচ্ছে ১.৪৯ লক্ষ টাকা থেকে।
Keeway SR250 বাইকে রয়েছে একটি এয়ার কুলড ২২৩ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে ৭৫০০ আরপিএমে ১৬ এইচপি ওবং ৬৫০০ আরপিএমে ১৬ এনএম টর্ক- শক্তি উৎপন্ন করতে পারে।
সাধারণ ডিজাইনের এই বাইক যথেষ্ট হাল্কা ওজনের। জ্বালানি ছাড়া এই বাইকের ওজন ১২০ কেজি। Keeway SR250 বাইকে রয়েছে একটি ১৪.২ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। অ্যান্টি ব্রেকিং সিস্টেম রয়েছে এই বাইকে।
জানা গিয়েছে, চলতি বছর এপ্রিল মাস থেকে এই বাইকের ডেলিভারি শুরু হবে। মাত্র ২০০০ টাকা টোকেন অ্যামাউন্টের বিনিময়ে এই বাইকের প্রি-বুকিং করা সম্ভব।
আহমেদাবাদের ইভি স্টার্ট আপের তৈরি Concept UT এবং Concept Exe- এই দুই বাইক কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। তবে তাড়াতাড়িই লঞ্চ হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -