Best Scooters: রোজকার ছুটোছুটির জন্য 'বেস্ট ফিট' এই ৪ স্কুটার, দাম ১ লাখের মধ্যেই
Scooters Below 1 Lakh: রোজকার ব্যবহারের জন্য খুব বেশি দামের স্কুটার কিনে লাভ নেই। ১ লাখের মধ্যেই পাবেন ইয়ামাহা Aerox 125 সহ আরও ৩ সেরা স্কুটার। ইয়ামাহার মডেলের দাম সামান্য বেশি।
হোন্ডা থেকে ইয়ামাহা, স্কুটারে সেরা এই ৫
1/10
রোজকার ব্যবহারের জন্য খুব বেশি দামের স্কুটার কিনে লাভ নেই। ১ লাখের মধ্যেই পাবেন ইয়ামাহা Aerox 125 সহ আরও ৩ সেরা স্কুটার।
2/10
৪০ কিমি মাইলেজের এই স্কুটারের দাম পড়বে ১.৪৮ লাখ টাকা। এতে থাকবে ১৫৫ সিসির একটি লিকুইড কুলড ইঞ্জিন।
3/10
এরপরেই আসে হিরো জুম ১১০। ১১০ সিসির এই স্কুটারে রয়েছে ৪ স্ট্রোকের একটি ইঞ্জিন। ৪৫ কিমি মাইলেজ দেবে এই স্কুটার।
4/10
৫.২ লিটারের ফুয়েল ট্যাঙ্ক সহ হিরো জুম ১১০ মডেলের দাম পড়বে ৭১,৪৮৪ টাকা। এটি যদিও এক্স শো-রুম দাম।
5/10
হিরোর অন্যান্য স্কুটারের মধ্যে জুম ১২৫ রয়েছে, রয়েছে ডেস্টিনি, প্লেজার, ডেস্টিনি ১২৫ এক্সটেক ইত্যাদি।
6/10
ভারতের বাজারে টিভিএসের এই মডেলের স্কুটারেরও বেশ জনপ্রিয়তা রয়েছে। এতে আপনি মাইলেজ পাবেন ৬০ কিমি।
7/10
১২৪ সিসির ইঞ্জিন পাবেন এতে। ৮৬,৪০৫ টাকা থেকে শুরু এই স্কুটারের দাম। সর্বোচ্চ দাম যাবে ৯৬,৮৫৫ টাকা পর্যন্ত।
8/10
হোন্ডা অ্যাক্টিভার এই ১২৫ সিসির স্কুটারের মাইলেজ দেবে ৬০ কিমি। এতেও রয়েছে ৪ স্ট্রোকের একটি ইঞ্জিন।
9/10
৫.৩ লিটারের ফুয়েল ট্যাঙ্ক সহ এই হোন্ডা অ্যাক্টিভা ১২৫-এর দাম পড়বে ৭৯ হাজার টাকা। টপ এন্ড ভার্সনের দাম ৮৮ হাজার টাকা।
10/10
শুধু শহরের রাস্তায় চালানোর জন্যেই নয়, এর সমস্ত ফিচার্স রোজকার ব্যবহারের জন্য উপযুক্তভাবে বানানো হয়েছে।
Published at : 27 Jul 2024 05:16 PM (IST)