Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
E-Bike: হিরো হোক বা ওলা! ১ লাখের মধ্যেই পেয়ে যাবেন আপনার স্বপ্নের ই-স্কুটার
এই তালিকায় প্রথমেই আছে Ola S1X+ মডেল। Ola S1 Air-এর মত দেখতে হলেও এর রেঞ্জ খানিক বেশি। একবার চার্জ দিলে ১৫১ কিমি ছুটবে এই স্কুটার। ছবি-olaelectric.com
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppOla S1X+ মডেলের দাম ৮৯,৯৯৯ টাকা। এটা যদিও এর এক্স শো-রুম দাম। সর্বোচ্চ গতি উঠবে ৯০ কিমি প্রতি ঘণ্টায়। ছবি- olaelectric.com
দ্বিতীয় স্থানেই উল্লেখ করা যায় Bounce Infinity e.1+ মডেলের নাম। মাত্র ৮৯,৯৯৯ টাকাতেই পাওয়া যাবে এই ই-স্কুটার। ছবি-bounceinfinity.com
এই স্কুটারের 1.9 Kwh ব্যাটারি একবার চার্জ দিলে প্রায় ৭০ কিমিরও বেশি পথ যেতে পারে। সর্বোচ্চ গতি উঠবে ৬৫ কিমি প্রতি ঘণ্টায়। ছবি-bounceinfinity.com
Ampere Zeal EX স্কুটার কিনতে চাইলেও আপনি ১ লাখের মধ্যেই পেয়ে যাবেন। ৫ ঘণ্টায় চার্জ সম্পূর্ণ হয় এই গাড়িতে। আর ফুল চার্জে এই ই-স্কুটার ছুটবে ৫০-১০০ কিমি পর্যন্ত। ছবি-ampere.greaveselectricmobility.com
এই স্কুটারের দাম ৯৬,৬৯০ টাকা। 1.8 Kwh ব্যাটারি প্যাকের এই স্কুটারে সর্বোচ্চ গতি উঠবে ৫০-৫৫ কিমি প্রতি ঘণ্টায়। ছবি-ampere.greaveselectricmobility.com
খুব একটা জনপ্রিয় না হলেও Okinawa Praise Pro ই-স্কুটার হিসেবে বেশ ভাল ফিচার্স দিচ্ছে। ৯৯,৯৬৫ টাকার এই ই-স্কুটার শহরের মধ্যে কাছে-পিঠে চালানোর জন্য সেরা। ছবি-ampere.greaveselectricmobility.com
মাত্র ২-৩ ঘণ্টার মধ্যেই এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যায় এবং তার পরে স্কুটার ছুটবে টানা ৮১ কিমি। সর্বোচ্চ গতি ৫৬ কিমি প্রতি ঘণ্টায়। ছবি okinawascooters.com
ই-স্কুটারের দুনিয়ায় পা রেখেছে হিরোও। তাদের নতুন Hero Electric Atria LX মডেলটি পাওয়া যাচ্ছে মাত্র ৭৭,৬৯০ টাকায়। সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টায়। ছবি-heroelectric.in
গ্রে এবং রেড এই দুই রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে এই ই-স্কুটার। ৪-৫ ঘণ্টার ফুল চার্জে ৮৫ কিমি যেতে পারে এই স্কুটার। ছবি-heroelectric.in
- - - - - - - - - Advertisement - - - - - - - - -