Best Seller 5 Bikes 2024: কোন বাইকগুলি বেশি বিক্রি হচ্ছে এই বছর ? জানুন বেস্ট সেলার ৫ বাইকের হদিশ
দুই চাকার গাড়ির দুনিয়ায় ঝড় তুলেছে বেশ কিছু মডেল। তবে ২০২৪-এর জানুয়ারি মাসের হিসেবে হিরোর বাইকের বিক্রি সবথেকে বেশি। ছবি- হিরো মোটকর্পের ওয়েবসাইট
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনিতেই বাইকপ্রেমীদের পছন্দের তালিকাতেই থাকে হিরোর বাইক, তবে সংস্থা এবছর ২০ শতাংশ অতিরিক্ত সেলস করেছে। বিক্রি হয়েছে ৪,২০,৯৩৪ ইউনিট গাড়ি। ছবি- হিরো মোটকর্পের ওয়েবসাইট
এরপরেই উঠে আসে হোন্ডা মোটরসের নাম। হিরোর সঙ্গে পাল্লা দিচ্ছে হোন্ডার অ্যাক্টিভা মডেলটি। ছবি- হোন্ডা মোটরসের ওয়েবসাইট
জাপানি দু-চাকার গাড়ি নির্মাতা সংস্থা গত বছরের তুলনায় জানুয়ারি মাসে মোট ৩,৮২,৫১ ইউনিট গাড়ি বিক্রি করেছে। ছবি- হোন্ডা মোটরসের ওয়েবসাইট
বাইকপ্রেমীদের পছন্দে তালিকায় তিন নম্বরে আছে টিভিএসের নাম। হাউজার জাতীয় গাড়ির জন্যেই মূলত এর পরিচিতি। ছবি- টিভিএসের ইনস্টাগ্রাম
এই বাইক নির্মাতা সংস্থার বিক্রি গত বছরের তুলনায় বেড়েছে ২৩.৯ শতাংশ। ভারতের তৃতীয় বৃহত্তম বাইক নির্মাতা সংস্থা এই টিভিএস। ছবি- টিভিএসের ইনস্টাগ্রাম
এরপরে আসবে বাজাজ ও সুজুকির নাম। বাজাজের পালসার সিরিজের সবকটি মডেলই কমবেশি ভারতে বেশ জনপ্রিয়। ছবি- বাজাজ অটোর ওয়েবসাইট
২০২৪ সালের জানুয়ারিতে বাজাজ মোট ১,৯৩,৫৩০ ইউনিট গাড়ি বিক্রি করেছে যা সেলসের নিরিখে গত বছরের তুলনায় বেড়েছে ৩৫.৮ শতাংশ। ছবি- বাজাজ অটোর ওয়েবসাইট
তালিকায় সবার শেষে আছে সুজুকির নাম। সুজুকির চার চাকার গাড়ির জনপ্রিয়তা থাকলেও দুই চাকার জগতে খুব একটা পছন্দের নয় ভারতের বাইকপ্রেমীদের কাছে। ছবি- সুজুকি ইন্ডিয়ার ওয়েবসাইট
ইয়ার অন ইয়ার হিসেবে ২১.৬ শতাংশ বেড়েছে সংস্থার সেলস। সুজুকি গিক্সার, সুজুকি ভি-স্টর্ম মডেলগুলি বাজার কাঁপাচ্ছে সুজুকি ইন্ডিয়ার। ছবি- সুজুকি ইন্ডিয়ার ওয়েবসাইট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -