Best Seller 5 Bikes 2024: কোন বাইকগুলি বেশি বিক্রি হচ্ছে এই বছর ? জানুন বেস্ট সেলার ৫ বাইকের হদিশ

Best Two Wheeler Brand:

ছবি- টিভিএসের ইনস্টাগ্রাম

1/10
দুই চাকার গাড়ির দুনিয়ায় ঝড় তুলেছে বেশ কিছু মডেল। তবে ২০২৪-এর জানুয়ারি মাসের হিসেবে হিরোর বাইকের বিক্রি সবথেকে বেশি। ছবি- হিরো মোটকর্পের ওয়েবসাইট
2/10
এমনিতেই বাইকপ্রেমীদের পছন্দের তালিকাতেই থাকে হিরোর বাইক, তবে সংস্থা এবছর ২০ শতাংশ অতিরিক্ত সেলস করেছে। বিক্রি হয়েছে ৪,২০,৯৩৪ ইউনিট গাড়ি। ছবি- হিরো মোটকর্পের ওয়েবসাইট
3/10
এরপরেই উঠে আসে হোন্ডা মোটরসের নাম। হিরোর সঙ্গে পাল্লা দিচ্ছে হোন্ডার অ্যাক্টিভা মডেলটি। ছবি- হোন্ডা মোটরসের ওয়েবসাইট
4/10
জাপানি দু-চাকার গাড়ি নির্মাতা সংস্থা গত বছরের তুলনায় জানুয়ারি মাসে মোট ৩,৮২,৫১ ইউনিট গাড়ি বিক্রি করেছে। ছবি- হোন্ডা মোটরসের ওয়েবসাইট
5/10
বাইকপ্রেমীদের পছন্দে তালিকায় তিন নম্বরে আছে টিভিএসের নাম। হাউজার জাতীয় গাড়ির জন্যেই মূলত এর পরিচিতি। ছবি- টিভিএসের ইনস্টাগ্রাম
6/10
এই বাইক নির্মাতা সংস্থার বিক্রি গত বছরের তুলনায় বেড়েছে ২৩.৯ শতাংশ। ভারতের তৃতীয় বৃহত্তম বাইক নির্মাতা সংস্থা এই টিভিএস। ছবি- টিভিএসের ইনস্টাগ্রাম
7/10
এরপরে আসবে বাজাজ ও সুজুকির নাম। বাজাজের পালসার সিরিজের সবকটি মডেলই কমবেশি ভারতে বেশ জনপ্রিয়। ছবি- বাজাজ অটোর ওয়েবসাইট
8/10
২০২৪ সালের জানুয়ারিতে বাজাজ মোট ১,৯৩,৫৩০ ইউনিট গাড়ি বিক্রি করেছে যা সেলসের নিরিখে গত বছরের তুলনায় বেড়েছে ৩৫.৮ শতাংশ। ছবি- বাজাজ অটোর ওয়েবসাইট
9/10
তালিকায় সবার শেষে আছে সুজুকির নাম। সুজুকির চার চাকার গাড়ির জনপ্রিয়তা থাকলেও দুই চাকার জগতে খুব একটা পছন্দের নয় ভারতের বাইকপ্রেমীদের কাছে। ছবি- সুজুকি ইন্ডিয়ার ওয়েবসাইট
10/10
ইয়ার অন ইয়ার হিসেবে ২১.৬ শতাংশ বেড়েছে সংস্থার সেলস। সুজুকি গিক্সার, সুজুকি ভি-স্টর্ম মডেলগুলি বাজার কাঁপাচ্ছে সুজুকি ইন্ডিয়ার। ছবি- সুজুকি ইন্ডিয়ার ওয়েবসাইট
Sponsored Links by Taboola