Bharat Mobility Global Expo 2025 : নজরকাড়া গাড়ির মেলা, ভারত মোবিলিটি এক্সপোতে কারা আনল কোন গাড়ি, দেখুন এখানে

আজ থেকে শুরু হল ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো। 2025 সালের এই অটো এক্সপোতে ইলেকট্রিক গাড়ির ওপর জোর দিয়ে আন হয়েছে অসংখ্য গাড়ি। গাড়ি নির্মাতারা নিত্য নতুন ইভি নিয়ে এসেছে এই বাজারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মারুতি সুজুকি: এই ইভেন্টের মূল আকর্ষণ ছিল মারুতি সুজুকির ই ভিটারা। এই গাড়ি দিয়েই শুরু হয়েছে মেলা। ইলেকট্রিক গাড়ির ওপর ভিত্তি করে প্রথম বৈদ্যুতিক Suv নিয়ে এল মারুতি। এই অনুষ্ঠানের বড় স্টার কার হিসাবে এসেছে এই গাড়ি।

Hyundai Motor India: Hyundai ক্রেটা ইলেকট্রিক ছাড়াও কোম্পানি মেলায় নিয়ে এসেছে একাধিক 'শো স্টপার'। একটি কমসেপ্ট কার ছাড়াও Staria MPV এবং Ioniq 9ও দেখা যাবে এই মেলায়।
টাটা মোটরস: সবচেয়ে বড় লঞ্চ রয়েছে টাটা মোটরস সিয়েরা ও হ্যারিয়ার ইলেকট্রিক প্লাস অ্যাভিনিয়ার প্রোডাকশন মডলের। অভিন্যর গাড়ির কনসেপ্ট আগেই বাজারে এনেছিল কোম্পানি।
Mahindra: Mahindra এর দুটি নতুন ইলেকট্রিক SUV BE6 এবং XEV 9e-এর সঙ্গে এবার শোতে থাকবে। পাশাপাশি কোম্পানি এনেছে XEV 7e। যে গাড়ির 7 সিটার সংস্করণও দেখা যাবে এই গাড়ির মেলায়।।
MG: MG-এর সাইবারস্টারের নতুন লাইনআপের পাশাপাশি ভারতে M9 বিলাসবহুল MPV থাকবে যা তার সিলেক্ট রিটেল চেইনের মাধ্যমে বিক্রি করা হবে। এই গাড়ির দিকে নজর থাকবে সবার।
ভিনফাস্ট: একটি নতুন ইভ মেকারের কাছে দেখানোর জন্য প্রায় সম্পূর্ণ গাড়ি থাকবে এবং এই নতুন গাড়ি নির্মাতা আগামী বছর ভারতে আসছে।
টয়োটা: টয়োটা তার কিছু বৈদ্যুতিক অফার দেখাবে এই মেলায়। তার বহুল প্রতীক্ষিত নতুন ল্যান্ড ক্রুজার প্রাডো বিলাসবহুল suv লঞ্চ হবে এই অটো এক্সপোতে।
পোর্শে: বিলাসবহুল গাড়ি নির্মাতা পোর্শে নতুন ম্যাকান লঞ্চের সঙ্গে বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসবে। এই গাড়ির আইস কিউব হেড লাইড আগেই আগ্রহ বাড়িয়েছে ক্রেতাদের। ইতিমধ্য়েই অনেক কোম্পানি এই ডিজাইন নকল করতে শুরু করেছে।
BYD: BYD সিল সেডানের উপর ভিত্তি করে তার নতুন suv প্রদর্শন করবে। সিলিয়ন 7 হবে তার নতুন বৈদ্যুতিক কুপে এসইউভি। ল্সিক ডিজাইনের এই গাড়ি অনেকরদিন ধরেই ভারতের বাজারে নেমে আসার কথা ছিল।
BMW: BMW নতুন X3 লঞ্চ করবে এই এক্সপোতে। যা ভারতের বাজারে একটি গুরুত্বপূর্ণ গাড়ি। পাশাপশি মিনি কুপারের একটি স্পোর্টিয়ার সংস্করণও লঞ্চ করা হবে এই মেলায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -