Bharat Mobility Show: একসঙ্গে হাজারও গাড়ির পসরা ! ভারত মোবিলিটি শোয়ের নজর কাড়ল কোন গাড়িগুলি?
মূলত ইভি এবং হাইব্রিড মডেলের গাড়ির উপরেই জোর দেওয়া হয়েছে এবারের মোবিলিটি শোয়ের থিমে। টাটা মোটরসের নতুন কার্ভ এসইউভি মডেল প্রথমেই নজর কেড়েছে সকলের। ছবি- নিজস্ব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএটি হাইব্রিড মডেল বলা চলে। ১.৫ লিটার ডিজেল এবং ইভি পাওয়ার ট্রেনের যৌথ সহাবস্থান রয়েছে টাটার এই গাড়িতে। ছবি- নিজস্ব
ভারত মোবিলিটি শো-তে মঞ্চে দেখা গেল টাটা হ্যারিয়ার ইভি। 'acti.ev' আর্কিটেকচারে বানানো হয়েছে এই গাড়িটি। ছবি- নিজস্ব
যেমনটি কথা ছিল, মার্সিডিজ বেঞ্জের একটি নতুন কনসেপ্ট দেখানো হয়েছে ভারত মোবিলিটি শো-তে। এর নাম EQG কনসেপ্ট। মূলত EQG বলতে বোঝায় G-Class গাড়ির ইলেকট্রিক ভার্সন যেখানে নিয়ার প্রোডাকশন ফর্মে রাখা হয় মডেলের চেহারা। ছবি- নিজস্ব
স্লাভিয়া সেডান, কোডিয়ার মত মডেলের পাশাপাশি স্কোডা নিয়ে এল অভিনব ইনিয়াক ইভি। প্রিমিয়াম ইভি মডেল হিসেবেই ভারত মোবিলিটি শো-তে দেখানো হয়েছে এই গাড়িটি। ছবি- নিজস্ব
মারুতির স্টলেও ঝাঁ চকচকে উপহার। এর নতুন eVX কনসেপ্ট দেখে চোখ ফেরানোই দায়। এটি মারুতির অন্যতম ইলেকট্রিক এসইউভি মডেল। ছবি- নিজস্ব
হুন্ডাই বাদ পড়েনি এই প্রতিযোগিতা থেকে। এখানে হুন্ডাইয়ের পক্ষ থেকে দেখানো হয় নেক্সো ফুল ফুয়েল গাড়িটি। প্রচুর ফিচার্স রয়েছে এর যা পরে আনুষ্ঠানিকভাবে জানা যাবে। ছবি- নিজস্ব
মহিন্দ্রার যদিও একটু অন্য ধাঁচের গাড়ি এনেছিল এই ভারত মোবিলিটি শোতে। BE Rall.E মডেলের গাড়িটি দেখানো হয় এই শোতে। ছবি- নিজস্ব
সবশেষে ল্যাম্বরগিনির নাম না বললেই নয়। হাইব্রিড মডেলের ল্যাম্বরগিনি রিভুল্টো হাইপারকার সকলের নজর কেড়েছে ভারত মোবিলিটি শোতে। ছবি- নিজস্ব
- - - - - - - - - Advertisement - - - - - - - - -