জুলাইতে ভারতের বাজারে আসছে এই বাইকগুলি, দেখ নিন ছবি
দেখলে চোখ ফেরাতে পারবেন না, জুলাইতে আসছে এই বাইকগুলি। যার মধ্যে অনেকগুলি আবার বিশ্ব বাজারের সঙ্গে ভারতে লঞ্চ হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনিও যদি একটি নতুন স্কুটার বা নতুন বাইক খোঁজেন, তাহলে আপনার অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ পরের মাসে কিছু দুর্দান্ত বাইক আসছে। যার সম্পর্কে আমরা আপনাকে আরও তথ্য দেব।
জুলাই মাসে লঞ্চ হওয়া বাইকের মধ্যে প্রথম নামটি হল Harley Davidson X440 বাইক। কোম্পানি এই বাইকটি 3 জুলাই লঞ্চ করতে পারে এবং এর দাম 2.5 থেকে 3 লক্ষ টাকার মধ্যে দেখা যাবে।
দ্বিতীয় বাইকটি হল Triumph Scrambler, যা জুলাই মাসে লঞ্চ হতে চলেছে। এই স্পোর্ট বাইকটি 5 জুলাই লঞ্চ হতে পারে এবং এর দাম 3 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা পর্যন্ত দেখা যাবে৷
এর মধ্যে কিছু স্কুটার বা ইলেকট্রিক বাইকের নামও আসতে পারে। যেগুলির নাম এখনও নিশ্চিত করেনি কোম্পানি।
2023 সালের জুলাইয়ে অনুষ্ঠিতব্য পরবর্তী লঞ্চটি হতে পারে Apache RTR 310, যা 26 জুলাই লঞ্চ হতে পারে। এর দাম 2.2 লক্ষ টাকা থেকে 2.4 লক্ষ টাকা হতে পারে।
এ ছাড়াও রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসির একটি বাইক লঞ্চের জল্পনা চলছে। তবে কোম্পানি এই বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি।
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই পাকাপাকিভাবে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইকের কাজ শুরু করে দেবে কোম্পানি। আগেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন রয়্যাল এনফিল্ডের সিইও সিদ্ধার্থ লাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -