BMW 7 Series: সুরক্ষা বলয় আরও মজবুত, কোন চমক BMW-র নতুন মডেলে ?
আর্মারড গাড়ি বিভিন্ন বিখ্যাত মানুষদের কাছে খুবই প্রয়োজনীয়, কারণ এগুলি সাধারণভাবে বুলেটপ্রুফ ও বম্ব প্রুফ হয়ে থাকে। বিএমডব্লিউর নতুন ৭ সিরিজ এবার এই উন্নত প্রোটেকশন সিস্টেম নিয়েই ভারতের বাজারে এল। ছবি- নিজস্ব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকেবারে নতুন জেনারেশনের ৭ সিরিজের উপর বেস করেই তৈরি হয়েছে এই গাড়ির মডেলটি। সবথেকে গুরুত্বপূর্ণ হল এই প্রোটেকশান ভার্সনটি আলাদা করেই তৈরি হয়েছে, পুরনো ভার্সনের সঙ্গে নতুন ফিচার্স জুড়ে দেওয়া হয়নি। আর্মার্ড স্টিলের সাহায্যে এটি বাইরে এবং ভিতর থেকে সুরক্ষিত করা হয়েছে। ছবি- নিজস্ব
এই গাড়ির মডেলের ক্ষেত্রে একটা যৌথ ফিচার্স আছে, বলা ভাল দুই ধরনের প্রোটেকশান রয়েছে। আন্ডারবডি ও ছাদের জন্য অতিরিক্ত প্রোটেকশান, আর্মার্ড গ্লাস রয়েছে বিএমডব্লিউ ৭ সিরিজে। ছবি- নিজস্ব
ক্লাস ভি আর৯ প্রোটেকশন রয়েছে ব্যালাস্টিক রেজিস্ট্যান্সের জন্য। এমনকী এই মডেলের কাচ আগুন থেকেও বাঁচাতে পারবে গাড়িকে। 7.62x5Li R ক্যালিব্যারের অ্যামুনিশন রয়েছে এই গাড়িতে। ছবি- নিজস্ব
এই সেডানটি বিভিন্ন দিক থেকে যাত্রীকে সুরক্ষিত রাখছে। সেখানে অতিরিক্ত পাওনা হল ড্রোন অ্যাটাক বা হ্যান্ড গ্রেনেড অ্যাটাকের হাত থেকেও বাঁচাবে বিএমডব্লিউ গাড়ির সুরক্ষা ব্যবস্থা। ছবি- নিজস্ব
অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে সেলফ-সিলিং ফুয়েল ট্যাঙ্ক যা কিনা বুলেটের আঘাতে যাতে ট্যাঙ্কটি গরম হয়ে বিস্ফোরণ না ঘটে, সেদিকে খেয়াল রাখবে। ছবি- নিজস্ব
ইন্টিরিয়রে প্রায় একইরকম স্পেস রয়েছে। গাড়ি নির্মাণের একেবারে প্রথম ধাপ থেকে আর্মারিং প্রসেসটি লক্ষ্য করার মত। এর ফিচার্সের মধ্যে রয়েছে অটোমেটিক ক্লোজিং, ওপেনিং, একটি কুল বক্স, উইলকিন্সের ডায়মণ্ড সারাউন্ড সাউন্ড সিস্টেম এবং একটি বোয়ার। ছবি- নিজস্ব
ইঞ্জিনের কথা বলতে গেলে এই গাড়িতে রয়েছে ৪.৪ লিটার ৮ সিলিন্ডারের ইঞ্জিন। ৪৮ ভোল্টের মাইল্ড হাইব্রিড টেকনোলজির ব্যবহার হয়েছে এই গাড়িতে। এখানে অ্যাক্টিভ স্টিয়ারিংও রয়েছে যা টার্নিং সাইকেলকে নিয়ন্ত্রণ করবে। ছবি- নিজস্ব
বিএমডব্লিউর এই মডেলের ক্ষেত্রে চাকা এবং টায়ার খুবই গুরুত্বপূর্ণ। ২০ ইঞ্চির চাকায় থাকছে PAX টায়ার যা কিনা ফ্ল্যাট রিম পজিশনের মাধ্যমে হুইল রিংয়ে বসে যায়। ছবি- নিজস্ব
এই ধরনের টায়ার আছে বলেই গাড়িটি কোনওরকম চাপ সৃষ্টি না করেই ঘণ্টায় ৮০ কিমি বেগে ছুটতে পারে। ছবি- নিজস্ব
- - - - - - - - - Advertisement - - - - - - - - -