BMW Electric Scooter: বাজারে এল BMW-র নয়া বৈদ্যুতিন স্কুটার, এক চার্জে চলবে ১০০ কিমি- দাম জানেন ?
দেখলে বোঝার উপায়ই নেই যে এটা আদৌ স্কুটার নাকি বাইক। স্কুটার আর বাইকের চেহারার মিশেলেই নয়া মডেল আনল BMW।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফিউচারিস্টিক লুক আর আধুনিক সব ফিচার্সের সঙ্গে এবার বাজারে সিই ০৪-এর পর আরেকটি বৈদ্যুতিন স্কুটার আনল BMW, নাম দেওয়া হয়েছে সিই ০২।
এখনও পর্যন্ত দেশের সবথেকে দামি বৈদ্যুতিন স্কুটার এই বিএমডব্লিউ সিই ০২ যার এক্স শোরুম দাম ধার্য করা হয়েছে ৪.০৫ লক্ষ টাকা।
মিনিমাল ডিজাইন থিমের উপর এলইডি হেডলাইট, ইন্ডিকেটর, সোনার জল করা ডিস্ক হুইল আর ফর্ক সহ এই স্কুটারের ওজন ১৪২ কেজি।
এতে আছে ৩.৫ ইঞ্চির মাইক্রো টিএফটি ডিসপ্লে, এসপি কানেক্ট স্মার্টফোন হোল্ডার, এমনকী এতে একটা ইলেকট্রিক রিভার্স গিয়ারও রয়েছে।
দুটি এয়ার কুলড লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এই গাড়িতে যাতে ৩.৯ কিলোওয়াট আওয়ার শক্তি রয়েছে।
এই ব্যাটারি প্যাকের সাহায্যে মাত্র ৩ সেকেন্ডের মধ্যেই এই স্কুটারে গতি উঠবে ৫০ কিমি প্রতি ঘণ্টায়, তিনিটি রাইডিং মোডও থাকবে।
একবার সম্পূর্ণ চার্জ দিলে বিএমডব্লিউর সিই ০২ স্কুটারে যাওয়া যাবে ১০০ কিমি রাস্তা। রিয়ার এবিএস যদিও দেওয়া হয়নি এতে।
দাম আর ডিজাইন হিসেবে দেখতে গেলে প্রিমিয়াম বাইকের সেগমেন্টে বিএমডব্লিউর এই বৈদ্যুতিন স্কুটার নজর কাড়বে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -