BMW Launches New i7 : ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় নতুন 'রাজা', BMW আনল এই গাড়ি
সব জল্পনার অবসান। ভারতে এল BMW-র নতুন 7 সিরিজের ফ্ল্যাগশিপ কার। এবার i7 বৈদ্যুতিক সংস্করণের সঙ্গে আত্মপ্রকাশ করেছে এই গাড়ি। এই 740i M Sport-এর দাম শুরু হচ্ছে ১.৭ কোটি টাকা থেকে। আর i7 ইলেকট্রিকের দাম রাখা হয়েছে ১.৯৫ কোটি টাকা৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই 7 সিরিজটি সম্পূর্ণ নতুন বাহ্যিক ডিজাইনের সঙ্গে নানা নয়া বৈশিষ্ট্য দিয়েছে। এর ভিতরের অংশ দেখলেই বিলাসবহুল গাড়ির সব ফিচার চোখে পড়বে আপনার। একটি ফ্ল্যাগশিপ BMW থেকে যা প্রত্যাশিত তা সবই এই গাড়িতে রয়েছে।
এতে দেখতে পাবেন স্লিম ডিআরএল ও ক্রিস্টাল হেডল্যাম্প যা কোম্পানির নতুন ডিজাইনের সাক্ষ্য বহন করে। এতে হেডল্যাম্পগুলিও স্বরাভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি হয়েছে। বিএমডব্লিউ হওয়ার কারণে এতে সিগনেচার কিডনি গ্রিল রয়েছে। তবে এটি গাড়ির গেডল্যাম্পের আলোয় আলোকিত হবে।
আকার অনুসারে,নতুন 7 সিরিজটি ৫,৩৯১ এমএম দৈর্ঘ্যের সঙ্গে আরও ১৩১ এমএম যুক্ত করা হয়েছে। i7-এর দরজার হ্যান্ডেলগুলিতে মাত্র ওয়ান টাচের সঙ্গে স্বয়ংক্রিয় দরজা খোলার ফিচার পাবেন। এই গাড়িতে একটি টাচ এনাবল বার ও ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। যেখানে একটি ফ্রিস্ট্যান্ডিং BMW কার্ভড ডিসপ্লে রয়েছে।
তবে গাড়ির আলোচনার বিষয় হল, এর বিশাল পিছনের সিট। এখানে বিনোদন ফাংশনটি ৩১.৩ ইঞ্চি টাচ স্ক্রিনের মাধ্য়মে দেখতে পারবেন আপনি। যাতে 8K রেজোলিউশন সহ স্ক্রিন আপনাকে মোবাইল হোম সিনেমার অভিজ্ঞতা দেবে।
এই গাড়িতে যাত্রীর পিছনের এক্সিকিউটিভ লাউঞ্জের আসনটি ৪২.৫ ডিগ্রিতে হেলান দিয়ে প্রথম-শ্রেণির বিমানে ভ্রমণের মতো অভিজ্ঞতা দেবে। অন্যান্য উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে রয়েছে অগমেন্টেড রিয়েলিটি, হেডস-আপ ডিসপ্লে, রেয়ার-হুইল স্টিয়ারিং ও আরও অনেক কিছু।
তিন-লিটার ছয়-সিলিন্ডার ইঞ্জিন সহ একটি পেট্রোল 740i ও i7-এ রয়েছে ইলেকট্রিক ব্য়াটারি, যা ১০১.৭ কিলো ওয়াটের ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে। যা 625 kms (WLTP) পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। i7 একটি ওয়ালবক্স চার্জার সহ স্ট্যান্ডার্ড মডেলে আসে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -