Car: বর্ষায় লং ড্রাইভ পছন্দ? তার আগে দেখে নিন এগুলি
বৃষ্টিতে লং ড্রাইভ খুবই পছন্দের। কিন্তু সুখকর লং ড্রাইভের জন্য আগে থেকেই গাড়ির যত্নআত্তি প্রয়োজন। বর্ষাকালে গাড়ির দিকে একটু বেশি নজর দিতে হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ্টির সময় এমনিতেই গাড়ি চালানোর সময় বেশি সাবধান হতে হয়। গাড়ি দেখভালের জন্য কোন কোন দিকে নজর দেওয়া যায়? কী কী করা উচিত?
সবার আগে নজর দেওয়া উচিত টায়ারে। রাস্তার সঙ্গে এটিই লেগে থাকে। তাই সবসময় টায়ারের অবস্থা ভাল থাকা প্রয়োজন। জোড়াতালি দেওয়া টায়ার একেবারেই ব্যবহার নয়।
বর্ষায় চালানোর সময় ওয়াইপার ব্লেড লাগবেই। বৃষ্টির সময় ওয়ারইপার ব্লেড ছাড়া গাড়ি চালানোই যাবে না। দেখে নেওয়া উচিত এটিও। ব্লেডের রাবার ঠিক রয়েছে কিনা, জল সরাতে পারছে কিনা দেখে নেওয়া প্রয়োজন।
বৃষ্টিতে গাড়ির কাচ ঝাপসা হয়ে যায়। এই সময় কাজে লাগে এসি। যে গাড়িতে Window Defogger রয়েছে, সেটিই এসিই কন্ট্রোল করে। ফলে ঠিকমতো কাজ না হলে কাচ ঝাপসা হয়ে গাড়ি চালানোই যাবে না।
গাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস ব্রেক। বর্ষায় লং ড্রাইভের আগে অবশ্যই টেকনিশিয়ানকে দিয়ে ব্রেকিং সিস্টেম চেক করিয়ে নিতে হবে। ভেজা রাস্তায় টায়ার ট্র্যাকশন কমে যায়, ফলে ব্রেক ঠিকমতো কাজ করা জরুরি।
গাড়ির কোথাও লিকেজ বা ফুটো রয়েছে কিনা দেখে নিতে হবে। নয়তো বৃষ্টি হলে গাড়ির মধ্যে জল ঢুকতে পারে। মরচেও পড়তে পারে।
শুকনো গরম বা ঝড়-বৃষ্টি- যে সময়েই গাড়ি বেরোক না কেন, তার আগে গোটা গাড়িটিই চেক করিয়ে নেওয়া জরুরি। তাতে বিপদ এড়ানো যায়, গাড়িটিও দীর্ঘদিন ভাল থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -