Car Insurance: অবিরাম বৃষ্টিতে গাড়ির ক্ষতি এড়াতে বিমার সঙ্গে কাজে দেবে এই রাইডারটি, কী সুবিধে ? বাড়তি কত খরচ ?
Car Insurance Rider: এই রাইডার আপনার স্ট্যান্ডার্ড পলিসিকে শক্তিশালী করে এবং সাধারণ বিমার আওতায় না থাকা নির্দিষ্ট ক্ষতির কভারেজ দেয়।
গাড়ির বিমা নিয়ে এই তথ্যটি জেনে রাখা জরুরি
1/8
এই বর্ষায় বৃষ্টির কারণে আপনার গাড়ির অনেক ধরনের ক্ষতি হতে পারে। কর্দমাক্ত রাস্তা থেকে জলমগ্নতা, সবদিকেই গাড়ির ক্ষতির সম্ভাবনা রয়েছে।
2/8
গাড়ির ইঞ্জিনে জল ঢুকে গেলে গাড়ি বসে যাওয়ার ঝুঁকি থেকেই যায়। আবার জল পড়তে পড়তে গাড়ির বেশ কিছু বাইরের অংশে মরচে ধরে যেতে পারে।
3/8
আপনার গাড়ির টায়ার পিচ্ছিল হয়ে গিয়ে থাকলে সেটির গ্রিপ ভাল করতে পুরনো টায়ার বদলে নেওয়া জরুরি। গাড়ি এই সময় ধীরে চালানো দরকার এবং হঠাৎ ব্রেক না কষাই ভাল।
4/8
স্বচ্ছ্বভাবে দেখার জন্য উইন্ডশিল্ড ওয়াইপার ভাল হওয়া জরুরি। বৃষ্টিতে গাড়ির ক্ষতি হলে বিমা আপনার সহায়ক হতে পারে।
5/8
তবে এই বিমার সঙ্গে একটি অতিরিক্ত রাইডার বা অ্যাড-অন নিয়ে রাখলে বৃষ্টিতে গাড়ির ক্ষতি হলে নিজের পকেট থেকে টাকা দিতে হবে না।
6/8
এই রাইডার আপনার স্ট্যান্ডার্ড পলিসিকে শক্তিশালী করে এবং সাধারণ বিমার আওতায় না থাকা নির্দিষ্ট ক্ষতির কভারেজ দেয়।
7/8
বর্ষায় গাড়ির সুরক্ষার জন্য ইঞ্জিন প্রোটেকশন রাইডার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। গাড়ির ইঞ্জিনে জল ঢুকে তা হাইড্রোলক হয়ে গেলে সেটি মেরামতির খরচ দেয় এই রাইডার।
8/8
ইঞ্জিনের ক্ষতির বিষয়টি সাধারণ থার্ড পার্টি পলিসিতে কভার করা হয় না। তাই বিমার সঙ্গে এই রাইডার নিয়ে রাখলে খরচ বাঁচবে আপনার। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ রাইডার হল অ্যাক্সেসরি প্রোটেকশন কভার যা গাড়ির মিউজিক সিস্টেম, এসি বা অন্যান্য অতিরিক্ত ফিটিংসের ক্ষতি কভার করে।
Published at : 29 Jul 2025 12:13 PM (IST)