Maruti Suzuki Jimny: মারুতির এই অফরোডার আসছে ভারতে, কেমন দেখতে সুজুকি জিমনি ?
ইন্দোনেশিয়ার বাজারে সম্প্রতি দেখা গিয়েছে মারুতির বহু প্রতীক্ষিত মডেল জিমনি (Maruti Suzuki Jimny)। অটো ব্লগারদের ধারণা,শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে এই মডেল। তবে দেশের বাজারে ৫ দরজার জিমনি আসবে বলে খবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্ববাজারে ইতিমধ্যেই জিমনির মতো ৩ দরজার সংস্করণ রয়েছে৷ অসাধারণ দেখতে এই গাড়ির বিশ্ববাজারে অফরোডার হিসাবে একটা চাহিদা রয়েছে। এতে একটি রাগেড গ্রিল ডিজাইন ছাড়াও গোল হেডল্যাম্প রয়েছে।
এটি কোনওভাবেই সাধারণ কমপ্যাক্ট এসইউভি নয়। আদতে এটি একটি অফরোডার । এতে '2WD-High', '4WD-High' এবং '4WD-Low'মোড রয়েছে। অ্যাপ্রোচ/ডিপার্চার/ব্রেকওভার অ্যাঙ্গেল-সহ ২১০ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে গাড়িতে। যা আসলে ব্যয়বহুল অফ-রোডারের চেয়ে ভাল অপশন দেয়।
ছোট আকার হওয়া সত্ত্বেও দুর্দান্ত অফরোডার হিসাবে এর পরিচিতি রয়েছে বাজারে।
ভারতের মারুতির কারখানা থেকেই বিদেশের মাটিতে রফতানি করা হয় জিমনি। যদিও ভারতের বরাতে জোটে না এই অফরোডার।
তবে বিদেশের মাটিতে জিমনির তিন দরজার গাড়ি দেখতে পারবেন আপনি। পুরোনো ৪-স্পিড অটোমেটিক অথবা ৫-স্পিড ম্যানুয়ালে বিক্রি হয় গাড়ি। অটো সাইটগুলির মতে, ভারতের বাজারে ৫ দরজার নতুন জিমনি আনতে চলেছে মারুতি।
সূত্রের খবর, দেশের বাজারে হালকা হাইব্রিড ইঞ্জিন-সহ ৫ দরজার গাড়ি আনবে Maruti। পাঁচ দরজার জিমনিতে লম্বা হুইলবেস থাকবে।
সামনের ও পিছনের দরজাগুলির জন্য একটি আলাদা ডিজাইন দেবে কোম্পানি। বাইরের মার্কেটের থেকে অনেক বেশি চওড়া হবে এই গাড়ি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -