Maruti Suzuki Jimny: মারুতির এই অফরোডার আসছে ভারতে, কেমন দেখতে সুজুকি জিমনি ?

Maruti Cars: ইন্দোনেশিয়ার বাজারে সম্প্রতি দেখা গিয়েছে মারুতির বহু প্রতীক্ষিত মডেল জিমনি (Maruti Suzuki Jimni)। অটো ব্লগারদের ধারণা,শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে এই মডেল।

Maruti Jimny

1/8
ইন্দোনেশিয়ার বাজারে সম্প্রতি দেখা গিয়েছে মারুতির বহু প্রতীক্ষিত মডেল জিমনি (Maruti Suzuki Jimny)। অটো ব্লগারদের ধারণা,শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে এই মডেল। তবে দেশের বাজারে ৫ দরজার জিমনি আসবে বলে খবর।
2/8
বিশ্ববাজারে ইতিমধ্যেই জিমনির মতো ৩ দরজার সংস্করণ রয়েছে৷ অসাধারণ দেখতে এই গাড়ির বিশ্ববাজারে অফরোডার হিসাবে একটা চাহিদা রয়েছে। এতে একটি রাগেড গ্রিল ডিজাইন ছাড়াও গোল হেডল্যাম্প রয়েছে।
3/8
এটি কোনওভাবেই সাধারণ কমপ্যাক্ট এসইউভি নয়। আদতে এটি একটি অফরোডার । এতে '2WD-High', '4WD-High' এবং '4WD-Low'মোড রয়েছে। অ্যাপ্রোচ/ডিপার্চার/ব্রেকওভার অ্যাঙ্গেল-সহ ২১০ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে গাড়িতে। যা আসলে ব্যয়বহুল অফ-রোডারের চেয়ে ভাল অপশন দেয়।
4/8
ছোট আকার হওয়া সত্ত্বেও দুর্দান্ত অফরোডার হিসাবে এর পরিচিতি রয়েছে বাজারে।
5/8
ভারতের মারুতির কারখানা থেকেই বিদেশের মাটিতে রফতানি করা হয় জিমনি। যদিও ভারতের বরাতে জোটে না এই অফরোডার।
6/8
তবে বিদেশের মাটিতে জিমনির তিন দরজার গাড়ি দেখতে পারবেন আপনি। পুরোনো ৪-স্পিড অটোমেটিক অথবা ৫-স্পিড ম্যানুয়ালে বিক্রি হয় গাড়ি। অটো সাইটগুলির মতে, ভারতের বাজারে ৫ দরজার নতুন জিমনি আনতে চলেছে মারুতি।
7/8
সূত্রের খবর, দেশের বাজারে হালকা হাইব্রিড ইঞ্জিন-সহ ৫ দরজার গাড়ি আনবে Maruti। পাঁচ দরজার জিমনিতে লম্বা হুইলবেস থাকবে।
8/8
সামনের ও পিছনের দরজাগুলির জন্য একটি আলাদা ডিজাইন দেবে কোম্পানি। বাইরের মার্কেটের থেকে অনেক বেশি চওড়া হবে এই গাড়ি।
Sponsored Links by Taboola