Maruti Suzuki: রাস্তায় পথচারীদের সতর্ক করবে গাড়ির অ্যালার্ম,, মারুতির এসইউভিতে নতুন বৈশিষ্ট্য
নতুন বৈশিষ্ট্য যোগ হওয়ায় দাম বাড়ল মারুতি সুজুকির এই মডেলের। সোমবার গ্র্যান্ড ভিটারার বৈদ্যুতিক হাইব্রিড ভেরিয়েন্টে পথচারীদের নিরাপত্তার জন্য অ্যালার্ম বৈশিষ্ট্য নিয়ে এসেছে কোম্পানি। যে কারণে কোম্পানি তার দাম 4,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে। জেনে নিন ,আরও করে অফার সুবিঘধা দিচ্ছে মারুতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোম্পানি তার গ্র্যান্ড ভিটারার ইন্টেলিজেন্ট ইলেকট্রিক হাইব্রিড ভেরিয়েন্টে অ্যাকোস্টিক ভেহিকেল ওয়ার্নিং সিস্টেম (AVAS) যোগ করার ঘোষণা করেছে। মারুতি সুজুকি ইন্ডিয়া জানিয়েছে, এই প্রযুক্তি চালক ও পথচারীদের গাড়ির উপস্থিতি সম্পর্কে জানতে পারবে। যা উভয়কে নিরাপদ রাখতে সাহায্য করবে।
গ্র্যান্ড ভিটারাতে যোগ করা হয়েছে এই নিরাপত্তা বৈশিষ্ট্য। কোম্পানি লোয়ার ভেরিয়েন্টেও অ্যালার্ট সাউন্ড দেয়। যা পাঁচ ফুট পর্যন্ত শোনা যায়। পথচারী ও আশেপাশের অন্যান্য চালকরা জানতে পারে যে তাদের আশেপাশে একটি গাড়ি রয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, পথচারীদের নিরাপত্তার জন্য এই ফিচার যুক্ত করার পর গ্র্যান্ড ভিটারা আসন্ন নিয়ম মেনে চলবে।
কোম্পানির এই গ্র্যান্ড ভিটারার ভেরিয়েন্টগুলির দাম 17 জুলাই, 2023 থেকে কার্যকর হয়েছে। যার মধ্যে 4,000 টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা যেতে পারে। কোম্পানি তার গ্র্যান্ড ভিটারা ইলেকট্রিক হাইব্রিড গাড়িটি 18.29 লক্ষ টাকা থেকে 19.79 লক্ষ টাকা এক্স-শোরুমের দামে বিক্রি করে৷
মারুতির নতুন হাইব্রিড গ্র্যান্ড ভিটারা বাজারে টয়োটা হাইরাইডার, হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটোস, ভক্সওয়াগেন টিগুয়ান, স্কোডা কুশাক, এমজি অ্যাস্টার ও নিসান কিকের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে।
কোম্পানি লোয়ার ভেরিয়েন্টেও অ্যালার্ট সাউন্ড দেয়। যা পাঁচ ফুট পর্যন্ত শোনা যায়। পথচারী ও আশেপাশের অন্যান্য চালকরা জানতে পারে যে তাদের আশেপাশে একটি গাড়ি রয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, পথচারীদের নিরাপত্তার জন্য এই ফিচার যুক্ত করার পর গ্র্যান্ড ভিটারা আসন্ন নিয়ম মেনে চলবে।
মারুতি সুজুকি ইন্ডিয়া জানিয়েছে, এই প্রযুক্তি চালক ও পথচারীদের গাড়ির উপস্থিতি সম্পর্কে জানতে পারবে। যা উভয়কে নিরাপদ রাখতে সাহায্য করবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -