Cybercab: রোবো ট্যাক্সি আর সাইবারক্যাব আনছেন এলন মাস্ক, চমকে দেবে এর ঝলক

Cybercab Tesla: এবার চালক ছাড়াই চলবে গাড়ি। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গড়ে উঠেছ এই অত্যাধুনিক ট্যাক্সি এবং বাস। একটি এআই ইভেন্টে এসে নতুন অত্যাধুনিক গাড়ির মডেলের প্রদর্শনী করলেন এলন মাস্ক।

চালক ছাড়াই চলবে গাড়ি

1/10
এবার চালক ছাড়াই চলবে গাড়ি। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গড়ে উঠেছ এই অত্যাধুনিক ট্যাক্সি এবং বাস।
2/10
একটি এআই ইভেন্টে এসে নতুন অত্যাধুনিক গাড়ির মডেলের প্রদর্শনী করলেন এলন মাস্ক। এলন মাস্ক নিজেও এই গাড়ি চালিয়ে দেখান।
3/10
ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এই ইভেন্টে এলন মাস্ক প্রথম বিশ্বের সরবারে প্রদর্শিত করেন রোবোভ্যান এবং রোবোট্যাক্সির।
4/10
টেসলা এই ইভেন্টের নাম দিয়েছিলেন উই, রোবোট। এই ইভেন্টে তারা জানান যে টেসলা কোনো গাড়ি নির্মাতা নয়, বরং তারা আসলে এআই রোবোটিকস কোম্পানি।
5/10
এলন মাস্ক জানিয়েছেন এই রোবোট্যাক্সির নির্মাণ শুরু হবে ২০২৬ সাল থেকে। একইসঙ্গে এই গাড়ি বাজারে আসবে ৩০ হাজার ডলারেরও কম দামে।
6/10
ভারতীয় মুদ্রায় এখন এর দাম হতে চলেছে ২৫ লক্ষ টাকার আশেপাশে। মূলত একটি স্বয়ংক্রিয় গাড়ি নির্মাণের উদ্দেশ্যে এই রোবোট্যাক্সি তৈরি করেন এলন মাস্ক।
7/10
এই গাড়িতে কোনো স্টিয়ারিং হুইল তো নেইই, বরং ব্রেক বা অ্যাক্সিলেটরের জন্য কোনো পেডালও নেই।
8/10
এই ইভেন্টে এলন মাস্ক নিজেও এই রোবোট্যাক্সিতে চড়েন। জনসমক্ষে গাড়ির টেস্ট ড্রাইভ দেখান। এই গাড়ি প্রস্তুতির আগে অনুমোদন নেওয়ার কথাও জানান তিনি।
9/10
রোবোট্যাক্সির সঙ্গে রোবোভ্যানও নিয়ে এসেছেন এলন মাস্ক। একসঙ্গে এই গাড়িতে ২০ জন মানুষ বসতে পারবেন।
10/10
রোবোভ্যানের কথা বলতে গেলে কোনো স্পোর্টস টিমকে কোথাও নিয়ে যেতে চাইলে এই রোবোভ্যান দারুণ বিকল্প হয়ে উঠবে। এক মাইল পথ যেতে এই রোবোভ্যানে ৫-১০ সেন্ট মাত্র খরচ হবে। এই রোবোভ্যানেও কোনো স্টিয়ারিং হুইল আপনি দেখতে পাবেন না।
Sponsored Links by Taboola