EV Cars: লাক্সারি বাইকের থেকেও সস্তা এই ইলেকট্রিক চার চাকা, ১.৭০ লাখেই আপনার গ্যারাজে
ভারতে ক্রমেই ইভির চাহিদা বাড়ছে। ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক গাড়ির দুনিয়াতেও নতুন নতুন মডেল আসছে বাজারে। যদিও ইভির দাম অনেকটাই বেশি থাকছে, কিন্তু এবার সে চিন্তাও দূর করেছে ইয়াকুজা। ছবি- ইয়াকুজার ওয়েবসাইট থেকে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদাম শুনলে অবাক হয়ে যাবেন। দু-চাকার গাড়ির দামে পেয়ে যাবেন চার চাকা গাড়ি। তাও আবার ইলেকট্রিক গাড়ি। ছবি- ইয়াকুজার ওয়েবসাইট থেকে
মাত্র ১.৭০ লাখ টাকায় এই অবিশ্বাস্য ইলেকট্রিক গাড়ির চেহারাও দারুণ আকর্ষণীয়। ছোট্ট স্পেসের মধ্যে থ্রি সিটার গাড়ি নিয়ে এসেছে ইয়াকুজা। মডেলের নাম ইয়াকুজা ক্যারিশ্মা। ছবি- ইয়াকুজার ওয়েবসাইট থেকে
থ্রি সিটার গাড়ির দাম একেবারে সাধ্যের মধ্যে। হরিয়ানার সিরসায় রয়েছে এই গাড়ির নির্মাণ কারখানা এবং সংস্থার অফিস। ছবি- ইয়াকুজার ওয়েবসাইট থেকে
এই ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ক্যাপাসিটি ৬০ ভোল্ট ৪৫ এএইচ। এই ইলেকট্রিক গাড়ি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৬-৭ ঘণ্টা। ছবি- ইয়াকুজার ওয়েবসাইট থেকে
সম্পূর্ণ চার্জে ইয়াকুজা ক্যারিশ্মা গাড়িতে একটানা ৫০-৬০ কিমি পর্যন্ত যাওয়া যাবে। ছবি- ইয়াকুজার ওয়েবসাইট থেকে
এত কম টাকায় ইলেকট্রিক গাড়ি পাওয়া যাচ্ছে, তাতে কি আর সেভাবে আরাম পাওয়া যাবে ? এই প্রশ্নকে তুড়ি মেরে উড়িয়ে দেবে এই গাড়ির কমফর্ট সিস্টেম। ছবি- ইয়াকুজার ওয়েবসাইট থেকে
থ্রি সিটার ইয়াকুজা ক্যারিশ্মাতে ভেন্টিলেটেড রুফ, রিভার্স পার্কিং ক্যামেরার সুবিধে থাকছে। ছবি- ইয়াকুজার ওয়েবসাইট থেকে
পরিবেশবান্ধব সবুজ অর্থনীতি এবং সবুজ শিল্পের লক্ষ্যে তৈরি করা হয়েছে ইয়াকুজা ক্যারিশ্মার মডেল। ছবি- ইয়াকুজার ওয়েবসাইট থেকে
সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, এই গাড়ি এখনও অবধি কলকাতায় পাওয়া যাবে না। তবে ভারতের অন্যান্য মহানগর থেকে কিনতে চাইলে সংস্থার ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারেন যে কেউ। ছবি- ইয়াকুজার ওয়েবসাইট থেকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -