FASTag Recharge: শুধু গাড়ির নম্বর দিয়েই করা যায় FASTag-এর রিচার্জ ? জানুন উপায়

FASTag: সারা ভারতেই এখন এর মাধ্যমে টোল ট্যাক্স পেমেন্ট করে থাকেন গাড়ি চালকেরা। এই অ্যাকাউন্টে টাকা থাকলে আপনা থেকেই টোল ট্যাক্স কেটে নেওয়া হয়। এর জন্য কোনো লাইনে দাঁড়াতে হয় না।

ফাস্ট্যাগ রিচার্জের দারুণ উপায়

1/10
আগে লাইনে দাঁড়িয়ে টোল ট্যাক্স দিতে হত প্রত্যেক গাড়ি চালককে। এতে সময়ও নষ্ট হত অনেক। তবে FASTag এই কষ্ট দূর করেছে।
2/10
সারা ভারতেই এখন এর মাধ্যমে টোল ট্যাক্স পেমেন্ট করে থাকেন গাড়ি চালকেরা। এই অ্যাকাউন্টে টাকা থাকলে আপনা থেকেই টোল ট্যাক্স কেটে নেওয়া হয়।
3/10
এর জন্য কোনো লাইনে দাঁড়াতে হয় না। ফলে চালকদের অনেক সময় বেঁচে যায়। আর তার থেকেও বড় সুবিধে হল টোল ট্যাক্স দেওয়ার জন্য নগদ রাখতে হয় না।
4/10
FASTag-এর সঙ্গে সংযুক্ত থাকে চালকের সেভিংস অ্যাকাউন্ট। এই ফাস্ট্যাগ টোল প্লাজায় স্ক্যান করা হয়। আর তাতেই টোল কাটা হয়।
5/10
এই অ্যাকাউন্ট সময়ে সময়ে রিচার্জ করতে হয় ব্যবহারকারীকে। চাইলে আপনার গাড়ির নম্বর দিয়েও ফাস্ট্যাগ রিচার্জ করা যায়। জানেন সেই উপায় ?
6/10
এর জন্য আপনাকে আমাজন পে, গুগল পে বা ফোনপের মত থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে। এরপরে ফাস্ট্যাগ প্রোভাইডার বেছে নিতে হবে।
7/10
নিজের গাড়ির নম্বর বসাতে হবে এরপরে। তারপর রিচার্জের অ্যামাউন্ট বসিয়ে সাবমিট করতে হবে।
8/10
তবে এর জন্য আপনার গাড়ির নম্বরের সঙ্গে ফাস্ট্যাগ অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে। অন্যথা এভাবে রিচার্জ করা যাবে না।
9/10
এছাড়া অন্যান্য ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমেও করা যাবে ফাস্ট্যাগ রিচার্জ। ফাস্ট্যাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই রিচার্জ করা যায়।
10/10
তবে এখন ফাস্ট্যাগের বদলে আরও উন্নত জিপিএস টোল ট্যাক্স সিস্টেম আসছে দেশে। এর মাধ্যমে স্যাটেলাইটের সাহায্যে ট্র্যাক করা হবে গাড়ির নম্বর ও যাত্রাপথ এবং টোল ট্যাক্স।
Sponsored Links by Taboola