Hero Glamour X 125: ১৩০০ টাকার EMI-তেই পাবেন হিরোর নতুন গ্ল্যামার ১২৫, সস্তার এই বাইকে রয়েছে ক্রুজ কন্ট্রোলও
Hero Glamour X 125 Finance Options: আগে কেবলমাত্র দামি বাইকেই থাকত ক্রুজ কন্ট্রোলের ফিচার্স, তবে এই সস্তার বাইকেও এবার পাবেন এই ফিচার্স। হিরো গ্ল্যামার এক্স ১২৫-এ কী কী ফিচার্স ?
হিরোর এই সস্তার বাইকেও পাবেন ক্রুজ কন্ট্রোল
1/9
হিরো এনেছে নতুন গ্ল্যামার বাইক। ১২৫ সিসির দুনিয়ায় নতুন সংযোজন। নতুন গ্ল্যামার এক্স ১২৫ বাইকে অনেক অত্যাধুনিক ফিচার্স রয়েছে।
2/9
এই বাইকের এক্স শোরুম দাম রাখা হয়েছে ৮৯,৯৯৯ টাকা থেকে। এটি ড্রাম ব্রেক ভ্যারিয়ান্টের দাম। ডিস্ক ব্রেক ভ্যারিয়ান্টের দাম রয়েছে ৯৯,৯৯৯ টাকা।
3/9
আগে কেবলমাত্র দামি বাইকেই থাকত ক্রুজ কন্ট্রোলের ফিচার্স, তবে এই সস্তার বাইকেও এবার পাবেন এই ফিচার্স।
4/9
এই মোটরসাইকেলের সবচেয়ে বড় আকর্ষণ হল ক্রুজ কন্ট্রোল, যা এখন পর্যন্ত শুধুমাত্র KTM 390 Duke এবং TVS Apache RTR 310 এর মতো প্রিমিয়াম বাইকগুলিতে দেখা যেত।
5/9
ব্লুটুথ সংযোগ সহ অ্যাডাপ্টিভ LCD ডিসপ্লে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, USB টাইপ-সি চার্জিং পোর্ট এবং ফুল-এলইডি লাইটিংয়ের মতো ফিচার্সও পাবেন এই বাইকে।
6/9
হিরো গ্ল্যামার এক্স ১২৫ বাইকে পাবেন তিনটি রাইডিং মোড (ইকো, রোড, পাওয়ার) যা রাইডিং স্টাইল ও প্রয়োজন অনুসারে পারফরম্যান্স পরিবর্তন করতে দেয়।
7/9
নতুন Hero Glamour X 125 এর ডিজাইন আগের তুলনায় আরও স্পোর্টি ও আরও আধুনিক করা হয়েছে।
8/9
নতুন Hero Glamour X 125 মোট পাঁচটি আকর্ষণীয় রঙের বিকল্পে লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে ড্রাম ভেরিয়েন্টের জন্য ম্যাট ম্যাগনেটিক সিলভার এবং ক্যান্ডি ব্লেজিং রেড, এবং ডিস্ক ভেরিয়েন্টের জন্য মেটালিক নেক্সাস ব্লু, ব্ল্যাক টিল ব্লু এবং ব্ল্যাক পার্ল রেড।
9/9
এই বাইক কেনার সময় ১৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ১২ শতাংশ হারে সুদ ধার্য হলে ১ বছরের জন্য আপনাকে মাসে ১৩৩৩ টাকা করে ইএমআই দিতে হবে। (এই হিসেব হিরো মোটোকর্পের ওয়েবসাইট অনুসারে দেওয়া হয়েছে)
Published at : 28 Aug 2025 07:44 PM (IST)