Hero Bikes: ৭০ কিমিরও বেশি মাইলেজ দেয়, ৬০ হাজারের মধ্যেই দাম; এই বাইক কিনতেই জমছে ভিড়
Hero HF Deluxe Bike: গত বছরের মে মাসের তুলনায় এই বছরে এই বাইকের বিক্রি বেড়েছে ২৪ শতাংশ। দিল্লিতে এই বাইকের দাম শুরু হয়েছে ৫৯,৯৯৮ টাকা।
হিরোর এই বাইকের ব্যাপক চাহিদা
1/9
ভারতের বাজারে সবথেকে সাশ্রয়ী বাইকগুলির মধ্যে একটি হল হিরোর এইচএফ ডিলাক্স মডেলটি। এই বাইকের ব্যাপক চাহিদা এখন বাজারে।
2/9
মে মাসে এই সারা ভারতে এই বাইকটিই কেবল ১ লক্ষ ৮ হাজার ইউনিট বিক্রি হয়েছে। মাইলেজ ও স্পেসিফিকেশনের দিক থেকেও সেরা এই মডেল।
3/9
গত বছরের মে মাসের তুলনায় এই বছরে এই বাইকের বিক্রি বেড়েছে ২৪ শতাংশ। দিল্লিতে এই বাইকের দাম শুরু হয়েছে ৫৯,৯৯৮ টাকা।
4/9
টপ এন্ড মডেলের দাম রয়েছে ৭০ হাজার ৬১৮ টাকা পর্যন্ত। কিক স্টার্ট ও সেলফ স্টার্ট এই দুই আলাদা ভ্যারিয়ান্টে বাইকটি পাওয়া যায় বাজারে।
5/9
আকর্ষণীয় ডিজাইন, আধুনিক লুকের বাইকের ওজন কম, সিটও বেশ আরামদায়ক। ফলে চালাতে কোনও অসুবিধেই হবে না।
6/9
তাছাড়া ব্রেক ও সাসপেনশনের সিস্টেমও দুরন্ত রয়েছে এই বাইকে। আপনি পাবেন ডিজিটাল মিটার, ইগনিশন, টিউবলেস টায়ার ইত্যাদি ফিচার্সও।
7/9
হিরো এইচএফ ডিলাক্স বাইকে রয়েছে ৯৭.২ সিসির এয়ার কুলড ৪ স্ট্রোকের সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, যাতে ৪ স্পিডের গিয়ারবক্স দেওয়া রয়েছে।
8/9
রোজকার যাতায়াতের জন্য এই বাইকটি একটি দারুণ বিকল্প। এতে রয়েছে ৯.৬ লিটারের একটি জ্বালানি ট্যাঙ্ক।
9/9
ফুল ট্যাঙ্কে যাওয়া যায় ৭০০ কিমি রাস্তা। অর্থাৎ এক লিটার তেলে এই বাইকে যেতে পারবেন অনায়াসে ৭০ কিমির বেশি রাস্তা।
Published at : 02 Jul 2025 07:23 PM (IST)