Hero Bikes: নয়া মডেল আসছে Hero Karizma-র, দারুণ সব ফিচার্স- মাত্র ১০০ জনই পাবেন কেনার সুযোগ
হিরো এবার নিয়ে আসছে তাদের সেন্টেনিয়াল সংস্করণ, হিরো করিজমার বিশেষ এডিশন। তবে সবাই এই বাইক কিনতে পারবেন না। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appড. ব্রিজমোহন লাল মুঞ্জালের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই বাইক আনবে হিরো মোটোকর্প। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে ডেলিভারি। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
সকলে যদিও এই বাইক কিনতে পারবেন না। এই বাইকের নিলাম হবে কর্মী, স্টেকহোল্ডার, বিজনেস পার্টনারদের মধ্যে। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
এই বাইকের ডিজাইন মূলত হয়েছে কার্বন ফাইবার দিয়ে। হিরো ওয়ার্ল্ড ইভেন্টে এই বাইকের প্রথম প্রদর্শনী হয়। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
বাইকের এক্সহস্টটিও কার্বন ফাইবারের তৈরি, টাইটানিয়াম ইউনিটও রয়েছে। এর ওজন ১৫৮ কেজি, আছে একটি সিঙ্গল সিট কার্বন ফাইবার সিট কাউল। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
এর সাইড কভারে অ্যালুমিনিয়ামের একটা স্পেশাল এডিশন ব্যাজ রয়েছে। আবার ফুয়েল ট্যাঙ্কেও রয়েছে এই ব্যাজ। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
এই সেন্টেনিয়াল বাইকের মডেল মূলত তৈরি হয়েছে হিরো করিজমা এক্সএমআর মডেলের উপর ভিত্তি করে। তবের এর ওজন সেই মডেলের থেকেও অনেক কম। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
২১০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইউনিট রয়েছে এই ইঞ্জিনে। এতে আছে ৬ স্পিডের গিয়ারবক্স। তবে এর পারফরম্যান্সে কোনও বদল আসেনি। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
২১০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইউনিট রয়েছে এই ইঞ্জিনে। এতে আছে ৬ স্পিডের গিয়ারবক্স। তবে এর পারফরম্যান্সে কোনও বদল আসেনি। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
এটি মূলত কালেক্টর এডিশনের মোটরসাইকেল। তাই এর দাম এখনও প্রকাশ্যে আসেনি। বাজারে বিক্রিও হবে না এই বাইক। ছবি- হিরো মোটোকর্প ওয়েবসাইট থেকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -