Hero Mavrick: রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে বাজারে এখন হিরো মাভেরিক, বুকিং করেছেন ?
হিরো মোটোকর্পের নতুন ফ্ল্যাগশিপ মডেল এসে গেল ভারতের বাজারে। ১৪ ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ হয়েছে এই বাইক। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকেবারে হার্লে ডেভিডসনের দোসর বলা চলে এই গাড়িকে। একইরকম দেখতে অনেকটাই। হার্লের মডেলের অনুকরণেই বানানো এই গাড়ি বলা যায়। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
৪৪০ সিসির সিঙ্গল সিলিন্ডার অয়েল-কুলড ইঞ্জিন রয়েছে হিরো মাভেরিকে। ৬ স্পিডের গিয়ারবক্স সহ এই মডেলের দাম শুরু হচ্ছে ১.৯৯ লাখ টাকা থেকে। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
হার্লে ডেভিডসনের মডেলের মতই এই গাড়িতে সমস্ত পার্টস বানানো হয়েছে। ৬ স্পিডের গিয়ারবক্স, স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ, ২৭ এইচপির ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন এই বাইকের বৈশিষ্ট্য। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
ভারতের বাজারে Jawa 350, Honda CB350 plus, Royal Enfield Classic 350 এই গাড়িগুলির সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে হিরোর এই নতুন মডেল। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
৪৩ মিমি টেলিস্কোপিক ফর্ক, ৩২০ মিমি ফ্রন্ট এবং ২৪০ মিমি রিয়ার ডিস্ক থাকছে এই হিরো মাভেরিকের মডেলে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইকে থাকছে ১৭৫ মিমি। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
বাইকের মধ্যে রয়েছে ভরপুর ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, কল এবং টেক্সটের নোটিফিকেশন সিস্টেম ইত্যাদি। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
হিরো মাভেরিকের সর্বোচ্চ দাম ধার্য হয়েছে ২.২৪ লক্ষ টাকা। আপাতত তিনটি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে হিরোর এই প্রিমিয়াম মডেলটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -