Hero Mavrick: রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে বাজারে এখন হিরো মাভেরিক, বুকিং করেছেন ?

Hero Mavrick 440 Bike: হিরো মাভেরিক ৪৪০, এসে গেল একটি নতুন বাইকের মডেল। রয়্যাল এনফিল্ডকে টেক্কা দেবে এই বাইক। কী ফিচার্স ? দামই বা কত ?

হিরো মাভেরিক ৪৪০ । সৌজন্য- হিরো মোটোকর্পের ওয়েবসাইট

1/8
হিরো মোটোকর্পের নতুন ফ্ল্যাগশিপ মডেল এসে গেল ভারতের বাজারে। ১৪ ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ হয়েছে এই বাইক। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
2/8
একেবারে হার্লে ডেভিডসনের দোসর বলা চলে এই গাড়িকে। একইরকম দেখতে অনেকটাই। হার্লের মডেলের অনুকরণেই বানানো এই গাড়ি বলা যায়। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
3/8
৪৪০ সিসির সিঙ্গল সিলিন্ডার অয়েল-কুলড ইঞ্জিন রয়েছে হিরো মাভেরিকে। ৬ স্পিডের গিয়ারবক্স সহ এই মডেলের দাম শুরু হচ্ছে ১.৯৯ লাখ টাকা থেকে। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
4/8
হার্লে ডেভিডসনের মডেলের মতই এই গাড়িতে সমস্ত পার্টস বানানো হয়েছে। ৬ স্পিডের গিয়ারবক্স, স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ, ২৭ এইচপির ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন এই বাইকের বৈশিষ্ট্য। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
5/8
ভারতের বাজারে Jawa 350, Honda CB350 plus, Royal Enfield Classic 350 এই গাড়িগুলির সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে হিরোর এই নতুন মডেল। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
6/8
৪৩ মিমি টেলিস্কোপিক ফর্ক, ৩২০ মিমি ফ্রন্ট এবং ২৪০ মিমি রিয়ার ডিস্ক থাকছে এই হিরো মাভেরিকের মডেলে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই বাইকে থাকছে ১৭৫ মিমি। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
7/8
বাইকের মধ্যে রয়েছে ভরপুর ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, কল এবং টেক্সটের নোটিফিকেশন সিস্টেম ইত্যাদি। ছবি- হিরো মোটোকর্পের ওয়েবসাইট
8/8
হিরো মাভেরিকের সর্বোচ্চ দাম ধার্য হয়েছে ২.২৪ লক্ষ টাকা। আপাতত তিনটি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে হিরোর এই প্রিমিয়াম মডেলটি।
Sponsored Links by Taboola